কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের নিহত হয়েছেন। তার নাম নুর কামাল (২৫)। তিনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউছার সিকদার।
পুলিশ সূত্র জানায়, নিহত নুর কামাল ক্যাম্প এলাকায় একটি সশস্ত্র গ্রুপের নেতৃত্ব দিতেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে আরেক সশস্ত্র দল ‘সাদ্দাম গ্রুপ’-এর দীর্ঘদিনের বিরোধ ছিল।
এপিবিএন জানায়, ওই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


