গোপন মুহুর্তের ভিডিও ফাঁস করায় ক্ষেপলেন রোহিত

Rohit

স্পোর্টস ডেস্ক : আইপিএলে মৌসুমটা জঘন্য কেটেছে মুম্বাই ইন্ডিয়ানসের। রোহিত শর্মার জন্য তো এবারের আইপিএল আরও হতাশায় কেটেছে, মৌসুমের শুরুতে হার্দিক পান্ডিয়াকে ফেরানো মুম্বাই যে রোহিতকে সরিয়ে পান্ডিয়াকেই অধিনায়ক করে দেয়!

Rohit Sharma

এমন আইপিএল মৌসুমের শেষে এসে আরেক যন্ত্রণায় পড়েছেন ভারতের জাতীয় দলের অধিনায়ক রোহিত, ঝামেলাটা টিভি ক্যামেরাকে নিয়ে। মাঠে রোহিত গোপনীয় আলাপ করছিলেন, সে মুহূর্তের ভিডিও করে স্টার স্পোর্টস। রোহিত ভিডিওটা প্রকাশ না করতে অনুরোধ করলেও স্টার স্পোর্টস অনুরোধ রাখেনি বলেই অভিযোগ তাঁর।

এ নিয়ে টুইটারে ক্ষোভ জানিয়ে রোহিত বলেছেন, ভিউ পাওয়ার জন্য, দর্শকের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কন্টেন্ট বানানোর এই প্রতিযোগিতাই ক্রিকেটে খেলোয়াড়, দর্শক, আর ক্রিকেটের মধ্যে দূরত্ব তৈরি করে দেবে।

Rohit

ঘটনাটা গত ১১ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচের দিনের। কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কিছু একটা নিয়ে কথা বলছিলেন রোহিত, এমন সময়ে স্টার স্পোর্টসের ক্যামেরা এসে হাজির। এরপর তাঁর অনুরোধ না মেনেই সেটা প্রকাশও করা হয়েছে।

এ নিয়ে রোহিত এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘ক্রিকেটারদের জীবনে অনধিকার প্রবেশের মাত্রা এতই বেড়ে গেছে যে আমরা বন্ধু কিংবা সতীর্থদের সঙ্গেও যখন কথা বলি, সেটা অনুশীলনে হোক বা মাঠে – ক্যামেরা এসে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আলাপই রেকর্ড করে ফেলছে! স্টার স্পোর্টসকে বারবার বললাম আমার আলাপের অংশটা রেকর্ড না করতে। তবু সেটা রেকর্ডও করল, পরে টিভিতে চালিয়েও দিল। এটা তো ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন!’

এরপরই এ সময়ে, সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগের সাংবাদিকতার চলমান ধারা নিয়ে সমালোচনা করে রোহিত লিখেছেন, ‘এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার এই অবদমিত ইচ্ছা, শুধু ভিউ আর এঙ্গেজমেন্ট বাড়ানোর দিকেই খেয়াল রেখে বানানো এই কন্টেন্টগুলো সমর্থক, ক্রিকেটার আর ক্রিকেটের মধ্যে ভরসার জায়গাটাই ভেঙে দেবে! শুভবুদ্ধির উদয় হোক।’

এর আগেও ক্যামেরায় ভিডিও ধারণের সময়ে রোহিতকে ‘না’ করতে দেখা গেছে। মুম্বাই ইন্ডিয়ানস ও ভারতীয় দলে সাবেক সতীর্থ ধাওয়ান কুলকার্নির সঙ্গে সে সময়ে আলাপ করছিলেন রোহিত, ক্যামেরা এসে সেটা রেকর্ড করা শুরু করতেই রোহিত অনুরোধ করে বলে ওঠেন, ‘ভাই অডিওটা বন্ধ করে দিও, হ্যাঁ? এক অডিও আমার সব কঠিন করে দিয়েছে!’