স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দেখা গেল অবিশ্বাস্য এক কাণ্ড। মাত্র একটি ছক্কা হাঁকিয়েই পাঁচ লক্ষ টাকা পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা!
মূল ঘটনা গত শুক্রবারের। সেদিন গুজরাটের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫ রানের দুর্দান্ত জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোমাঞ্চকর এই ম্যাচে বেশ উপভোগ করেন দর্শকরা। তবে তার মধ্যে একটি অবিশ্বাস্য ঘটনা ছিল রোহিত শর্মার ছক্কা!
রোহিতের এই ছক্কার আলাদা বিশেষত্ব থাকার কারণ আছে। সেই ছক্কার দাম যে ৫ লক্ষ টাকা! এরই মধ্যে রোহিত শর্মার মারা এই ওভার বাউন্ডারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
ওইদিন ২৮ বলে ৪৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত শর্মা। আর এই ইনিংসে রোহিত শর্মার ব্যাট থেকে আসে পাঁচটি চার ও দুটি গগনচুম্বী ছক্কার মার। তার মাঝেই একটি ছক্কা ছিল বিশেষ, কারণ রোহিতের এই ছক্কার দাম ৫ লক্ষ টাকা।
আইপিএলের ১৫ তম মৌসুমের অফিসিয়াল স্পনসর টাটা গ্রুপ। টুর্নামেন্ট শুরুর আগেই বড় ঘোষণা দিয়েছিল তারা। টাটা গ্রুপ বলেছিল যে আইপিএলের এই মৌসুমে যদি কোনও ব্যাটারের মারা ছয় টাটা পাঞ্চ বোর্ডে আঘাত হানে তাহলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে তার নামে ৫ লক্ষ টাকা দান করা হবে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রায় শেষ দিকে এসে প্রথম ক্রিকেটার হিসেবে সেটা করে দেখিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাই একটি ছক্কা হাঁকালেও তার জন্যই পাঁচ লক্ষ টাকা পেলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।