স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারে মুম্বাই ইন্ডিয়ান্স। হারের পর জরিমানাও গুণতে হচ্ছে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে।
স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে রোহিতকে।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘স্লো ওভার রেটের কারণে ২৭ মার্চ ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএলের দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে শাস্তি দেয়া হয়েছে মুম্বাইকে।’
তারা আরও জানায়, ‘আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, মৌসুমে প্রথম ভুল হবার কারনে রোহিতকে সর্বনিম্ন ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
আইপিএলে নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় গড়ে ১৪.১১ ওভার শেষ করতে হয়। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে ওভার শেষ করতে পারেনি মুম্বাইয়ের বোলাররা। তাই শাস্তির মুখে পড়লেন রোহিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।