স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে আকর্ষণীয় ও আরো জনপ্রিয় করতে একাধিক নতুন নিয়ম তৈরি হচ্ছে। সর্বশেষ ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) লাল কার্ড দিতে দেখা গেছে। ক্রিকেটকে চমকপ্রদ করতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা একটি প্রস্তাব রেখেছেন। যত বড় ছক্কা, তত বেশি রান চান রোহিত।
সম্প্রতি ইউটিউবে বিমল কুমার নামের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে রোহিত বলেন, ‘আমরা যে ছক্কা মারি ৭০–৮০ মিটারের মতো, এটা ৯০ মিটার মারলে ৮ রান দেওয়া উচিত। ১০০ মিটার মারলে ১০ রান দেওয়া উচিত। বড় ছক্কা মারার পুরস্কার তো দিতে হবে!’
ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ছয়ের মালিক তার প্রস্তাবের ব্যাখ্যায় বলেন, ‘বড় ছক্কা মারুক কিংবা শুধু বাউন্ডারির একটু ওপাশে নিয়ে বল ফেলুক, ওই ছয় রানই তো দেওয়া হয়। তাহলে ক্রিস গেইল ও আমার মধ্যে পার্থক্য কী হলো? গেইল বড় ছক্কা মারে। আর আমরা এদিক–সেদিক করে মেরে দেই শুধু। এটা আমার কাছে একটু অবিচার বলেই মনে হয়।’
রোহিতের এমন প্রস্তাবে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন। দুই বছর আগে পিস্টারসেনও রোহিতের মতো এমন একটি প্রস্তাব দিয়েছিলেন।
১০০ মিটারের বড় ছয় মারলে ১২ রান দেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।