বিনোদন ডেস্ক : ওয়েব সিরিজের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দর্শকদের মন জয় করতে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম নতুন নতুন কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে। রহস্য, নাটকীয়তা ও সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এবার উল্লু প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ ‘খুন ভরি মাঙ্গ-২’।
কাহিনি:
এই সিরিজের গল্প দুই বোনের সম্পর্ক ঘিরে, যেখানে ভালোবাসার বদলে রয়েছে তীব্র শত্রুতা। একে অপরকে ধ্বংস করতে তারা সব কিছু করতে প্রস্তুত। তাদের দ্বন্দ্বের মাঝেই সামনে আসে এক চাঞ্চল্যকর সত্য—বড় বোনের স্বামীও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত! তবে গল্প নতুন মোড় নেয় যখন বড় বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, বদলে যায় সব হিসাব-নিকাশ।
তারকা অভিনয় :
এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডোনা মুন্সি, মাহি খান এবং ধীরাজ কুমার রায়। তাদের অভিনয় দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে বলে মনে করা হচ্ছে।
‘খুন ভরি মাঙ্গ-২’ দেখতে উল্লু অ্যাপের সাবস্ক্রিপশন প্রয়োজন। রহস্য, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্বের এক ভিন্ন স্বাদ পেতে প্রস্তুত তো?
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel