Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home রহস্যময় এই হ্রদে নামলেই পাথর হয়ে যায় পশুপাখি
আন্তর্জাতিক

রহস্যময় এই হ্রদে নামলেই পাথর হয়ে যায় পশুপাখি

Shamim RezaDecember 4, 20233 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : রহস্যে ঘেরা পৃথিবী। বিশ্বের নানান অঞ্চলে লুকিয়ে আছে অজানা রহস্য। সৃষ্টিকর্তা যেন তার রহস্য লুকিয়ে রেখেছেন প্রকৃতিতে। অজানা সেই রহস্য জানতে মানুষের চেষ্টা বা কৌতূহলের শেষ নেই। এমনই এক রহস্য নিয়ে টিকে আছে একটি হ্রদ যেখানে নামলে যে কোনো প্রাণী পরিণত হয় পাথরে।

পাথর

দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়ার নেট্রন হ্রদ রহস্যময় হিসেবে বিশ্বে পরিচিত। এই হ্রদ এতটাই ভয়ঙ্কর যে এখানে নামলে পাথর হয়ে যায় প্রাণী। যদিও এই রহস্যের ব্যাখ্যা রয়েছে। নেট্রন হ্রদে পানির ক্ষারতা (পিএইচ) ১০.৫। বছরের বেশির ভাগ সময় হ্রদের পানির তাপমাত্রা থাকে ৬০ ডিগ্রি সেলসিয়াস। ফলে পানি দ্রুত বাষ্পীভূত হয়। যে কারণে হ্রদের তলদেশে পড়ে থাকে তরল লাভা। সোডিয়াম ও কার্বোনেটের জন্য হ্রদে জন্ম নেয় সায়োনোব্যাকটেরিয়া নামে অণুজীব। এই অণুজীবের শরীরে লাল রঞ্জক থাকে। ফলে হ্রদের পানি লাল রঙের হয়। বিজ্ঞানীরা বলছেন, এই রঙেই আকৃষ্ট হয়ে পশুপাখি হ্রদে নামে। কিন্তু পানি অতিরিক্ত ক্ষারধর্মী হওয়ায় সেগুলো মারা যায়।

প্রায় এক যুগ আগে ২০১৩ সালে লেক নেট্রনের ধারে ছবি তুলতে গিয়েছিলেন বিখ্যাত ব্রিটিশ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড। হ্রদের আশেপাশে ঘুরে তিনি দেখতে পান কয়েকটি পাথরের মূর্তি যেগুলো দেখতে ঠিক পাখির মতো। সেগুলো ভালোভাবে লক্ষ্য করে তিনি দেখতে পান মূর্তি নয়, সবগুলোই মৃত পাখির দেহ। তিনি সেগুলোর ছবি তোলেন। পরে সেসব ছবি দেখতে গোটা ইউরোপজুড়ে মানুষের ভিড় জমে যায় তার প্রদর্শনীতে। নিক ছবিগুলোর নাম রেখেছিলেন ‘অ্যালাইভ এগেইন ইন ডেথ’।

১৯৫৪ সালে প্রথম নেট্রন হ্রদের অস্তিত্বের কথা জানা যায়। বছরের সব সময় এই হ্রদে ফ্লেমিংগো পাখি দেখা যায়। এই পাখির গায়ের সঙ্গে মিল রয়েছে হ্রদের পানির। ধারণা করা হয় প্রায় ২৫ লাখ ফ্লেমিংগো পাখির আবাসস্থল এই হ্রদে। হ্রদের শ্যাওলা খেয়েই পাখিগুলো বেঁচে থাকে। কিন্তু অবাক করা ব্যাপার হলো তাদের কোনো ক্ষতি হয় না।

সবচেয়ে বিপজ্জনক কথা হলো, নেট্রন হ্রদে পাখিগুলোকে নামতে হয় না, এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হ্রদের পানিতে পড়ে যায় পাখিগুলো। কারণ হ্রদে পানির বদলে রয়েছে লাভা। লাভা থাকায়, সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হয়। উড়ে যাওয়ার সময় পাখিগুলোর চোখে ধাঁধা লেগে যায়। যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে পড়ে যায় পাখিগুলো। নিক সেই পাখিদেরই সন্ধান পেয়েছিলেন। এর মধ্যে ফ্লেমিংগো কীভাবে অবাধে ঘুরে বেড়ায়, সেও এক রহস্য। বিজ্ঞানীদের ধারণা, হ্রদের এই ক্ষারধর্মীর সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে ফ্লেমিঙ্গো।

নেট্রন হ্রদ ৫৭ কিলোমিটার লম্বা, চওড়ায় ২২ ফুট এবং গভীরতা ১০ ফুট। এই হ্রদের আশেপাশে আবাসস্থল নেই। হ্রদের পানি পরীক্ষা করে গবেষকদল জানিয়েছেন, প্লিস্টোসিন যুগে তৈরি হওয়া এই হ্রদের তলদেশ লাভাগঠিত। আর তার মধ্যে রয়েছে ট্রনা ও নেট্রন নামে দুটি যৌগ। এই দুই যৌগের কারণেই পানির রঙ লাল। শুধু তাই নয়, পানিতে সোডিয়ামের পরিমাণও অত্যন্ত বেশি। ১৯৯৮ সালে স্টুয়ার্ট অ্যান্ড স্টুয়ার্ট নামে একটি কোম্পানি এই হ্রদের পাশে সোডিয়াম নিষ্কাশনের জন্য কারখানা তৈরির চেষ্টা করে। কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন পরিবেশকর্মীরা। কারণ, কারখানা তৈরি হলে হারিয়ে যাবে ফ্লেমিঙ্গোর দল।

ভক্তদের জন্য বিশেষ চমক প্রসেনজিৎতের

গবেষকদের মতে, এই হ্রদের পানিতে সোডিয়ামের ক্ষার এত বেশি যে যে কোনো জীবিত প্রাণীর চামড়া পুড়ে যাবে নিমিষেই। আর দীর্ঘক্ষণ সেই হ্রদের পানিতে থাকলে মারা যাবে শরীরের কোষ। সেসব মৃত কোষকে তখন পাথরের মূর্তি ছাড়া আর কিছুই মনে হবে না। এই রহস্যময় হ্রদ দেখতে ঘুরতে আসেন অনেক পর্যটক। তবে হ্রদে নামা বারণ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক এই নামলেই পশুপাখি পাথর যায়! রহস্যময় রহস্যময় হ্রদ হয়ে, হ্রদে
Related Posts
অং সান সু চি

অং সান সু চি হয়তো মারা গেছেন, বললেন তাঁর ছেলে

December 16, 2025
নোবেল মাচাদো

নোবেল নিতে যাওয়ার পথে যেভাবে আহত হলেন মাচাদো

December 16, 2025
Biya

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

December 15, 2025
Latest News
অং সান সু চি

অং সান সু চি হয়তো মারা গেছেন, বললেন তাঁর ছেলে

নোবেল মাচাদো

নোবেল নিতে যাওয়ার পথে যেভাবে আহত হলেন মাচাদো

Biya

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

সৌদি আরব

রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

মুকেশ আম্বানি

নীতা আম্বানি এই লোকের সঙ্গে মুকেশ আম্বানির চেয়েও কেন বেশি সময় কাটান

হজ ও ওমরাহযাত্রীর শিশু

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি

যাযাবর উপজাতি

বিয়ের জন্য যুবতীরা যেখানে বাছাই করেন পুরুষ

প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

পাঁচ বছরে নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রায় ৯ লাখ ভারতীয়

অস্ট্রেলিয়ায় মুসলিম যুবক

হামলাকারীর অস্ত্র ছিনিয়ে অস্ট্রেলিয়ায় প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

সৌদি যুবরাজ

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.