লাইফস্টাইল ডেস্ক : আমাদের সবারই কমবেশি এই ধারণা ইলিশ শুধু পদ্মা আর মেঘনায় পাওয়া যায়।কিন্তু গবেষণা বলছে মানুষের এ ধারণা ভুল।
ইলিশের বিচরণ কেবল মেঘনা বা পদ্মার অববাহিকাতেই সীমাবদ্ধ নয়। সাগর থেকে তারা নদীপথে মিয়ানমারের ইরাবতী নদী এবং পশ্চিমবঙ্গের ভাগীরথী-হুগলী নদীতে প্রবেশ করে। তা ছাড়া ইলিশের উপস্থিতি রয়েছে আরও সুদূরে। পূর্বের মেকং বদ্বীপ থেকে শুরু করে পশ্চিমের পারস্য উপসাগরেও দেখা মেলে ইলিশের।
বাজার থেকে কেনা প্রতিটি ইলিশেরই সম্ভাবনা অত্যন্ত প্রবল যে সেই মাছটি হবে নারী ইলিশ, যার পেটভর্তি ডিম। বাজারে পাওয়া প্রতিটি ইলিশ মাছ আসলে নারী ইলিশ।নারী ইলিশের বিপরীতে পুরুষ ইলিশ যেন অমাবস্যার চাঁদের মতোই দুর্লভ।
বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে যখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলে, তখন প্রায় সমপরিমাণ নারী ও পুরুষ ইলিশই নদীর উজান পেরিয়ে আসে মিঠাপানিতে। কিন্তু অাহরণের সময় দেখা যায় সবই নারী ইলিশ।তাহলে এই পুরুষ ইলিশরা সব যায় কোথায়?
মৎস্য সম্পদ সংরক্ষণ নিয়ে কাজ করা ওয়ার্ল্ডফিশ নামের একটি আন্তর্জাতিক সংস্থা বলছে মৎস্য প্রজনন মৌসুমে একটি ইলিশের ঝাঁকে নারী পুরুষের অনুপাত থাকে ৫৫:৪৫।
বেশ কয়েকজন জেলে ও বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জানা যায়, পুরুষ ইলিশ আসলে অতটা বিরল নয় যতটা মানুষ ভাবে। জেলেরা তাদের জালে পুরুষ মাছও ধরে, কিন্তু কোন মাছটি পুরুষ আর কোনটি নারী, তা তারা আলাদা করতে পারে না, কেননা পুরুষ ইলিশের কোনো জননাঙ্গ নেই।
গবেষণা বলছে নারী ইলিশরা যেভাবে পানিতে তাদের ডিম ছাড়ে, পুরুষ ইলিশরা পানি ঠিক সেভাবেই ছাড়ে তাদের বীর্য। আর এই দুটি জিনিস প্রায় একই রকম দেখতে। শুধু এটুকুই ব্যতিক্রম যে, পুরুষ ইলিশদের ভেতরে ডিম থাকে না, কিন্তু সে কথা ডিম ছাড়া নারী ইলিশদের বেলায়ও প্রযোজ্য।
তাই কেবল একজন বিশেষজ্ঞের চোখই বলতে পারে কোনটি পুরুষ ইলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।