Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রহস্যময় তেঁতুল গাছ, ভ..য়ে যে গাছের পাতাও ধরত না কেউ
    চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

    রহস্যময় তেঁতুল গাছ, ভ..য়ে যে গাছের পাতাও ধরত না কেউ

    Shamim RezaDecember 30, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নারায়নপুর এলাকা অবস্থিত। এই নারায়নপুর বাইপাস এলাকায় রয়েছে প্রাচীন একটি তেঁতুল গাছ। শতবর্ষী প্রাচীন তেঁতুল গাছটি আসা-যাওয়ার পথে দূর থেকে ছোট বড় সবার নজরে পড়ে। গাছটির বিশালতা রয়েছে দেখার মতো।

    তেঁতুল গাছ

    গাছটি ঘিরে রয়েছে নানান কল্প কাহিনীও। তবে গাছটির বয়স নিয়ে স্থানীয় লোকজনের নানা মত রয়েছে। কেউ বলছেন, গাছটির বয়স ২’শ বছর। কেউবা বলছেন আড়াই’শ আবার কেউবা বলছেন ৩শ’র কাছাকাছি হবে।

    এই তেঁতুল গাছটির শাখা-প্রশাখা আর শিকড়-বাকড়ে ছেয়ে আছে বেশ জায়গাজুড়ে। গাছটির উচ্চতা আনুমানিক ৭০-৮০ ফুট। মূল গাছের ভের হবে ২৫ ফুটের ওপর। তেঁতুল গাছের চারদিকে অন্তত ৫-৬টি বিশাল আকাড়ের ডালপালা আছে। এই বিশাল আকারের গাছের নিচে অন্য কোনো গাছ বা আগাছা নেই। একটু দূর থেকে দেখলে মনে হয় তেঁতুলগাছটি দাঁড়িয়ে রয়েছে। বিশাল গাছটির গায়ে অনেকটাই যেন বার্ধক্যের ছাপ লেগেছে।

    বর্তমানে এই গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে এই তেঁতুল গাছটি সংলগ্ন রয়েছে একজন প্রখ্যাত আউলিয়ার মাজার শরীফও। আর গাছটি ঘিরে জমা রয়েছে শত বছরের স্মৃতিও। এক সময় গাঁ শিউরে ওঠা ভয়ঙ্কর জায়গা ছিল এটি। তখন বাইপাস সড়ক ছিল না। মূল সড়ক ছিল আখাউড়া-আগরতলা সড়ক। তবে কালক্রমে জায়গাটি মানুষের পদচারণা ও বসবাস শুরু করেছে।

    জনশ্রুতি রয়েছে, এক সময় এই তেঁতুল গাছে পীর, ফকির ও সন্ন্যাসীরা নিয়মিত বসতো। অনেক সময় তারা এখানে রাত্রিও যাপন করেছে। নানা জায়গার লোকজনরা এখানে এসে বসতো। ভয়ংকর এই তেঁতুল গাছ থেকে রাতে ভেসে আসতো বিভিন্ন ধরনের শব্দ। কেউ এই তেঁতুল গাছের ডালপালা কাটলে জ্বর হতো এবং গাছের পাশে অনাচার করলে সমস্যা হতো। এই ভয়ে কেউ গাছের ডালপালা কাটতে যেত না। এমনকি ভয়ে কেউ পাতা ও ধরত না। সেই ভয় আজও রয়েছে। তাই এখনো কেউ গাছের ডালপালা কাটছে না, কেউ অনাচারও করছে না।

    জানা যায়, আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর বাইপাস সংলগ্ন স্থানে রয়েছে বহু প্রাচীন একটি তেঁতুল গাছ। এই গাছটির সংলগ্ন রয়েছে হযরত আজম শাহ (রহ.) মাজার শরীফ ও ৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে বর্বর হামলায় শহীদ হওয়া লোকদের গণকবর।

    তবে লোকমুখে শোনা যায় এই আউলিয়ার মাজারটি ১৪০তম বছর হলেও গাছটি আরো শত বছরের আগের। তৎকালীন সময় থেকেই এই তেঁতুল গাছের নিচে পীর, ফকির, সন্ন্যাসীরা নিয়মিত এসে বসতো। গাছটি নিচে হযরত আজম শাহ (রহ.) মাজার হওয়ায় মানুষের চলাচল বেড়েছে। প্রতিনিয়ত ভক্ত আশেকানরা এখানে এসে মিলাদ, জিয়ারত ও দোয়া করছেন। তবে কেউ বলতে পারে না গাছটি জন্মের কথা।

    প্রবীণরা জানান, এই তেঁতুল গাছের ডালপালা কাটলে শরীরে জ্বর হতো। তাছাড়া এই গাছটি নিয়ে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। যা আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি। তবে ঐতিহ্যের অংশই হচ্ছে এই তেঁতুল গাছটি। এক সময় সন্ধ্যার পর সেখানে যেতে ভয়ে গা ছমছম করতো। আর রাত হলে ত কথা নেই। এখন চারপাশে বাড়িঘর তৈরি হওয়ায় সকাল-সন্ধ্যা মানুষের চলাচল বেড়েছে।

    সাবেক পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া বলেন, আমি ছোট থেকে এই তেঁতুল গাছটি যেমন দেখেছি আজও তেমন দেখছি। আমার বাপ-চাচার কাছ থেকে শুনেছি এই গাছটির বয়স কম করে হলে ও’শ বছরের ওপর হবে। পূর্ব থেকেই এই গাছের নিচে অনেক পীর-ফকির ও সন্ন্যাসীরা রাত যাপন করছে। এই গাছের শুকনো ডাল পড়ে গেলেও ভয়ে কেউ নেয় না। ডালপালা কেউ কাটেও না। কারণ ডালপালা কাটলে জ্বর হয় এমন কথা মানুষের মুখে মুখে চাওড় আছে। তাই সেই ভয়ে কেউ কাটে না। কেউ এখানে অনাচারও করে না।

    স্থানীয় বাসিন্দা হাজী আবুল কালাম বলেন, বাইপাস সংলগ্ন রাস্তার পাশে থাকা তেঁতুলগাছটি অতি প্রাচীন একটি গাছ। আমি ছোটবেলা থেকে এ গাছটি যেমন দেখে আসছি আজও ঠিক এমনি আকার-আকৃতি দেখছি। আমার এই বয়সে দেখিনি কেউ গাছের ডালপালা কাটছে। তবে এই তেঁতুল গাছের ডাল কাটলে খবর আছে। আমারই এক বংশের লোক এই গাছের একটি ডাল কেটে ছিল। তখন তার জ্বর এসেছিল। তাই ভয়ে এখন আর কেউ ডালপালা কাটে না।

    আপনাদের বউদের সমস্যা আমার ওপর চাপাচ্ছেন কেন : শাহরুখ খান

    জেলা পরিষদ সদস্য ও স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আমার বাপ-দাদার মুখে শুনেছি, এই তেঁতুল গাছটি নিচে আড়াইশ বছরের ওপর হবে। সেইসঙ্গে তাদের মুখে এই তেঁতুল গাছটির নানান গল্পও শুনেছি। আসলে এতো বড় গাছ সহসায় দেখা যায় না। বর্তমানে এই বিস্তৃত বটগাছটির প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলি মুখরিত শীতল পরিবেশ যে কাউকে মুগ্ধ করে তুলছে। এই প্রচীন গাছটির সংলগ্ন রয়েছে একটি মাজার ও গণকবর। মাজারকে কেন্দ্র করে মানুষের পদাচরনা থাকলেও গাছের অনিষ্ট কেউ করে না।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    তেঁতুল গাছ
    Related Posts
    Munlai para

    বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া

    July 8, 2025
    Sitakundu Sub-register

    ঘুষ না দেওয়ায় দলিল ফিরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার, পুলিশ ডেকে হেনস্থা

    July 8, 2025
    hilsha

    ভরা মৌসুমেও ইলিশের সংকট, কেজি ২৮০০ টাকা

    July 8, 2025
    সর্বশেষ খবর
    ঘরে রান্না করা স্বাস্থ্যকর রেসিপি

    ঘরে রান্না করা স্বাস্থ্যকর রেসিপি: সুস্বাদু ও পুষ্টিকর খাবারের জাদু ঘরে!

    দুপুরের মধ্যে যেসব জেলায়

    দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির শঙ্কা

    স্কলারশিপ পাওয়ার নিয়ম

    স্কলারশিপ পাওয়ার নিয়ম: সফলতার সহজ উপায়

    সতর্কসংকেত

    টানা চার দিন বৃষ্টিতে উত্তাল সাগর, ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

    কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

    ১৬ পদে ২৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বরিশাল সিটি কর্পোরেশন

    রেস্টুরেন্ট রিভিউ কিভাবে লিখবেন

    রেস্টুরেন্ট রিভিউ কিভাবে লিখবেন: আপনার অভিজ্ঞতাকে শব্দে বেঁধে তুলুন

    ডায়েট রেসিপি

    ডায়েট ফলো করার রেসিপি: যে গোপন মশলা আপনাকে জিতাবে ওজনের যুদ্ধ!

    হাসনাত

    আপনারা দেশপন্থি ও জনগণপন্থি হোন, দিনশেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা: হাসনাত

    ডাইসন পিউরিফায়ার

    ডাইসন পিউরিফায়ার কুল ফর্মালডিহাইড টিপি০৯: বাংলাদেশ ও ভারতে দাম, স্পেসিফিকেশন ও রিভিউ

    সাবেক সচিব

    এইচএসসিতে ছেলের জিপিএ–৫ জালিয়াতি: শিক্ষা বোর্ডের সাবেক সচিব সাময়িক বরখাস্ত

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.