ধর্ম ডেস্ক : পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সেহরি, ইফতার, তারাবি ও রোজার জন্য রয়েছে বিশেষ নিয়ত ও দোয়া, যা ইসলামিক বিধান অনুযায়ী পালন করা হয়।
সেহরির নিয়ত ও দোয়া
সেহরি শব্দের অর্থ ভোরের খাবার। রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের আগে খাওয়াকে সেহরি বলা হয়। খাবারের শুরুতে দোয়া পড়া সুন্নত।
খাবারের আগের দোয়া:
بسم الله وعلى بركةالله بعالى
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ।
অর্থ: আল্লাহ তা’লার নামে খাবার খাওয়া শুরু করছি এবং আল্লাহ তা’লার বরকত প্রার্থনা করছি।
খাবারের আগের দোয়া ভুলে গেলে:
بسم الله اوله واخره
উচ্চারণ: বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখেরাহ।
অর্থ: প্রথমেও আল্লাহর নাম, পরিশেষেও আল্লাহর নাম।
রোজার নিয়ত
আরবি নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আ’লিম।
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। তুমি আমার রোজা কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
বাংলায় নিয়ত:
“আমি আজ রোজা রাখার নিয়ত করলাম।”
ইফতারের দোয়া
بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।
তারাবির নামাজের নিয়ত
আরবি নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ
উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকাআতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসুলিল্লাহি তায়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।
অর্থ: আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজের নিয়ত করছি; আল্লাহু আকবার।
বাংলায় নিয়ত:
“আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য দুই রাকাত তারাবির নামাজ পড়ছি। আল্লাহু আকবার।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।