বিনোদন ডেস্ক : ‘তোমাকে চাই আমি আরও কাছে/তোমাকে বলার অনেক কথা আছে’ গানটি সিনেমার মধ্যে যখন বড় পর্দায় আসত, তখন দর্শকরা পর্দায় পয়সা ছুড়ে মারত। নসীব সিনেমায় ব্যবহৃত গানটি নিয়ে এ স্মৃতিচারণ করেন ইলিয়াস কাঞ্চন। শুক্রবার অভিনেত্রী রোজিনার নানাবাড়ি গোয়ালন্দে নির্মিত মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সত্তরের দশকে পরিচয় রোজিনা-কাঞ্চনের। তাদের জুটি হয়ে প্রথম সিনেমা বংশধর। এর মধ্যে রোজিনা দর্শকদের কাছে বেশ পরিচিত হয়ে গেছেন, কিন্তু তখনও তৈরি হয়নি কাঞ্চনের অবস্থান।
এমন অবস্থায় থেকে দুজন শুরু করলেন সিনেমা এবং পরে রতনমালা, নিকাহ, সম্মান নামের সিনেমাতেও অভিনয় করেছেন একসঙ্গে।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সত্যি কথা বলতে, রোজিনা দেখতে আমার চাচাতো বোনের মতো। চেহারার এই মিলটা রোজিনার সঙ্গে ভালো বন্ডিং তৈরি করতে সাহায্য করেছে। পরে আমরা ভালো সহকর্মী হয়ে উঠেছি।’
কাঞ্চনের সঙ্গে প্রথম সিনেমার অভিজ্ঞতা নিয়ে রোজিনা বলেন, ‘বংশধর সিনেমার শুটিং ছিল মানিকগঞ্জে, যখন বলল কাঞ্চন আছে, তখন আমি আর ও একসঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজটি করেছি।’
সহশিল্পী হিসেবে দুজনে-দুজনার প্রতি খুবই শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছেন এখনও। তবে এ দুই শিল্পীকে নিয়ে আশির দশকে গুঞ্জনও ছিল কিছু।
সহকর্মী থেকে বন্ধু হয়ে উঠলেন কবে? এ প্রশ্নের উত্তরে কাঞ্চন বলেন, ‘আপনারা সাংবাদিকরা অনেক সময় বন্ধুত্বকে প্রেমে পরিণত করেন।’
এমন ঘটনা ঘটেছে জানিয়ে কাঞ্চন বলেন, ‘একবার এমন একটা খবর হয়েছিল যে আমার আর রোজিনার নাকি প্রেম চলছে। এ খবর পড়ে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এতটাই লাজুক ছিলাম, বিশ্বাস করেন, ওই খবরের পর রোজিনা যে দিকে, আমি তার উল্টো দিকে।’
খবরটিকে একদম মিথ্যা উল্লেখ করে কাঞ্চন আরও বলেন, ‘আমার ওস্তাদ সুভাষ দত্ত বলেছিলেন, খবরদার প্রেমে পড়িস না, তাইলে আর আগাইতে পারবি না। ওরকম সংবাদে তো আমি অভ্যস্ত না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’
রোজিনাও সায় মিলিয়ে বলেন, ‘হেডিংটাও ওরকমভাবে দিত, যেন মানুষ পড়ে।’
রোজিনা তার জনপ্রিয় হয়ে ওঠার সময়ের কথা বলতে গিয়ে জানান, কয়েকটা সুপারহিট সিনেমায় অভিনয় করেও তখন পত্রিকার পাতায় উঠতে পারেননি তিনি। ব্যবসাসফল সিনেমা করতে পারলে পত্রিকায় তাকে নিয়ে সাক্ষাৎকার প্রকাশ পেত।
স্মৃতিচারণে গাড়ি কেনার কথা বলেন রোজিনা। তিনি বলেন, ‘রাজমহল সিনেমা সুপার-ডুপার হিট হলো। সিনেমাটি প্রযোজনা করেছিলেন শফী সাহেব। তখন একই প্রযোজকের চারটি সিনেমায় কাজ করছিলাম। প্রযোজক সাহেব সিনেমাগুলোর টাকা আমাকে আগেই দিয়ে দিলেন। সেই টাকা থেকে ৬০ বা ৭০ হাজার টাকা দিয়ে প্রথম গাড়ি কিনি।’
সত্তর-আশির দশকে তুমুল জনপ্রিয় এ দুই অভিনয়শিল্পী দর্শকদের উপহার দিয়েছেন আরও অনেক ব্যবসাসফল সিনেমা। দর্শকদের কাছে তারা হয়ে উঠেছেন আরও ভালোবাসার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।