বিনোদন ডেস্ক : আড়াই বছরের লম্বা বিরতির পর আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। ইতোমধ্যে এই নাটকের পঞ্চম সিজনের প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে, যা নিয়ে দর্শকমহলে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা।
পোস্টারে দেখা মিলেছে আগের সিজনের জনপ্রিয় অভিনয়শিল্পীদের—শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল এবং চাষী আলম। তবে এবারের সিজনে রয়েছে বাড়তি চমক—একটি ভূতের চরিত্র। যদিও এই রহস্যময় চরিত্রটি নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি এখনও কোনো স্পষ্ট তথ্য দেননি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাচেলর পয়েন্টের নতুন ঝড়
নতুন সিজনের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাচেলর পয়েন্ট নিয়ে চলছে জোর প্রচারণা। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি প্রমোশনাল ভিডিও, যেখানে ইঙ্গিত মিলেছে নতুন মৌসুমে চরিত্রগুলোর নতুন রূপ এবং প্লটের।
প্রচারে উঠে এসেছে আলোচিত চরিত্র হাবু (চাষী আলম), জাকির (পাভেল), পাশা-শিমুল (মারজুক রাসেল ও শিমুল শর্মা)—তাদেরকে ঘিরেই তৈরি হচ্ছে নানা রসালো ইঙ্গিত।
কাবিলা চায় দুই প্রেমিকা: রোকেয়া ও ইভা
এই ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে রোববার, ১৮ মে বিকেলে প্রকাশ পায় কাবিলার (জিয়াউল হক পলাশ) প্রমোশনাল ভিডিও। ভিডিওতে দেখা যায়, নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে কাবিলা নিজের চরিত্রে দুই প্রেমিকা রাখার আবদার জানান।
ভিডিওতে পলাশ বলেন,
“দেশ-বিদেশে গেলে দর্শকরা আমার কাছে রোকেয়ার কথা জানতে চায়। এমনকি বিদেশি মেয়েরাও নিজেদের নাম রোকেয়া রেখেছে। তাই নতুন সিজনে রোকেয়াকে দর্শকদের সামনে আনতেই হবে।”
এখানেই থেমে থাকেন না কাবিলা। তিনি আরও বলেন,
“রোকেয়া বাংলাদেশি কোনো চরিত্র হবে না ভাইয়া। হয় হলিউডে যেতে হবে, নয়তো বলিউডে যেতে হবে!”
জবাবে নির্মাতা অমি প্রশ্ন তোলেন,
“হলিউডের কাউকে দিলে সে কিভাবে নোয়াখালীর ভাষায় কথা বলবে?”
কাবিলা পাল্টা উত্তর দেন,
“আমি তো আছি ভাইয়া। শিখিয়ে নেব। আপনি টেনশন করছেন কেন?”
এরপর অমি আবার বলেন,
“রোকেয়াকে আনলে ইভার কি করবো? দুইটা চরিত্র কিভাবে থাকবে?”
এ প্রশ্নে কাবিলা বলেন,
“কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে? আমার রোকেয়া-ইভা দুজনকেই লাগবে! আপনি ডিরেক্টর। আপনি চাইলে সব সম্ভব। এবার তো বাজেটও বেশি। দরকার হইলে একটা ক্যারেক্টারের বেশি পেমেন্ট যাবে। প্লিজ ভাইয়া, রোকেয়া আর ইভা—দুজনকেই লাগবে।”
শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
দর্শকদের প্রত্যাশা নতুন উচ্চতায়
প্রত্যাশিত সিজন ৫ নিয়ে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। কাবিলা-রোকেয়া জুটির সম্ভাব্য প্রত্যাবর্তন এবং ভূতের মতো নতুন চরিত্রের সংযোজন নাটকটিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।