লক্ষ্মীপুরে সম্প্রতি বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে শিশু আয়েশা আক্তার বিনতি (৮)। সেই আয়েশা এবার দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জানিয়েছেন মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। এই সাফল্যে সবার খুশি হওয়ার কথা থাকলেও বয়ে এনেছে বেদনা। কারণ আয়েশা এখন অন্ধকার কবরে শুয়ে আছে। নিজের সাফল্য নিজেই দেখে যেতে পারল না ছোট্ট শিশুটি।

এবার আয়েশা তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিল। সবশেষ দেওয়া বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলও হয়েছে তার। রোল ২২ থেকে ২ এ এসেছে। তার নামটি তৃতীয় শ্রেণির হাজিরা খাতায় উঠলেও সে আর নেই। গত ১৯ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে তাদের বাড়ির দরজায় তালা মেরে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনেই পুড়ে মারা যায় ছোট্ট আয়েশা।
আয়েশা লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার এলাকার ফাইভ স্টার স্কুলের দ্বিতীয় শ্রেণির ফলপ্রার্থী ছিলেন। সে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও চরমনসা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে।
স্কুলের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী বলেন, আয়েশা, সায়মা ও স্মৃতি তিনজনই আমার শিক্ষার্থী ছিল। আয়েশা খুব মেধাবী ছিল। সে মেধাতালিকায় এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে। দ্বিতীয় শ্রেণিতে তার রোল ছিল ২২, তৃতীয় শ্রেণিতে এখন ২। কিন্তু সেতো আর নেই। তার ফলাফলটি আমাদের কষ্ট দিচ্ছে। এমন ফলাফলে আয়েশার চোখে মুখে উচ্ছ্বাস দেখা যেত। কিন্তু তার ফলাফল শুনে এখন সবার চোখে অশ্রু বইছে।
তিনি বলেন, আয়েশা ৫০০ নম্বরের মধ্যে ৪৪৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়। এর মধ্যে বাংলাতে ৮০, ইংরেজিতে ৮৮, ইসলাম ও নৈতিক শিক্ষায় ৯৩, গণিতে ৮৭, সাধারণ জ্ঞানে ৫০ এ ৪৮ ও ড্রইংয়ে ৫০ এ ৪৭ পেয়েছে। এ ফলাফল তার জীবনে নতুন দিগন্ত উন্মোচিত করতো। কিন্তু তা আর হলো না। আমরা চাই যারা স্মৃতিকে পুড়িয়ে হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
এদিকে রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সহধর্মীনী পারভীন আক্তার চৌধুরী মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে ভবানীগঞ্জের চরমনসা গ্রামে বিএনপি নেতা বেলালের বাড়িতে যান। তখন বেলাল তাকে পোড়া বসতঘরটি দেখান। এসময় বেলালের চার মাস বয়সী ছেলে নজরুল ইসলামকে কোলে নিয়ে আদর করেন পারভীন চৌধুরী।
জানা গেছে, বেলালের ৫ সন্তান। এর মধ্যে ৩ মেয়ে ও ২ ছেলে। ৩ মেয়ের মধ্যে ১৯ ডিসেম্বর ঘটনার সময় পুড়ে মারা যায় ছোট মেয়ে আয়েশা ও শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়ে ২৫ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বড় মেয়ে সালমা আক্তার স্মৃতিও (১৮) মারা যায়। আগুনে মেজো মেয়ে সায়মা আক্তারের (১৪) শরীরের ২ শতাংশ দগ্ধ হয়।
অভিযোগ রয়েছে, গত ১৯ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে দুটি দরজার দুটি তালা মেরে পেট্টোল ঢেলে বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
স্বজনরা জানায়, পাকা ভিটার টিনশেড ঘরের তিনটি কক্ষে ঘুমাচ্ছিলেন বেলাল, তার স্ত্রী নাজমা বেগম, তিন মেয়ে ও দুই ছেলে। আগুন লাগার পর বেলাল তার স্ত্রী, চার বছর বয়সী ছেলে নাজমুল ইসলাম, চার মাস বয়সী ছেলে নজরুল ইসলাম, বড় মেয়ে স্মৃতি ও মেজো মেয়ে সামিয়াকে কোন রকমে বের করেন। কিন্তু আকুতি শুনেও আগুনের তীব্রতায় আয়েশার কাছে যেতে পারেননি বেলাল। এতে সবার চোখের সামনেই আগুনে পুড়ে মারা যায় আদরের কন্যা আয়েশা।
বেলালের স্ত্রী নাজমা বেগম সাংবাদিকদের বলেন, গত ৫ ডিসেম্বর মুঠোফোনের মাধ্যমে বিদেশে থাকা এক প্রবাসীর সঙ্গে বড় মেয়ে সালমার বিয়ে হয়। শ্বশুর বাড়িতেও যাওয়া হলো না মেয়েটির। এর আগেই আমার সালমা পুড়ে মারা গেছে। আমার কলিজার টুকরা আয়েশাও চোখের সামনে মারা গেছে। আমি বিচার চাই।
রোববার রাতে আয়েশার বাবা বিএনপি নেতা বেলাল হোসেন বলেন, আমার মেয়েটাতো নেই। যখন শিক্ষক তার ফলাফলের কথা জানিয়েছে, তখন কান্না ছাড়া আর কিছুই করার ছিল না আমার। ফলাফল দিয়ে এখন আমি কি করব। আমার দুইটা মেয়ে একসঙ্গে পাশাপাশি কবরে শুয়ে আছে। কত আকুতি করেছিল আমার আয়েশা, চোখের সামনেই মারা গেল সে। বাঁচাতে পারিনি আমি তাদেরকে।
তিনি আরও বলেন, আগুনে আমার দুই মেয়েসহ একমাত্র আশ্রয়স্থল ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার ভাইয়ের ঘরের বারান্দার কক্ষে থাকি। সব পুড়ে যাওয়ায় অন্যের জামা গায়ে দিতে হচ্ছে। কখনো ভাবিনি এমন দিন আসবে।
এদিকে প্রথমে পুলিশ প্রাথমিক তদন্তে পেট্রোল ঢেলে আগুন ও তালা লাগানো এবং দুর্বৃত্তায়নের বিষয়ে প্রমাণ পায়নি বলে জানায়। পরে তিনটি তালা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় বেলাল বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মামলাটি তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
সূত্র ও ছবি : ঢাকাপোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


