বিনোদন ডেস্ক : বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা তুঙ্গে। এই তালিকায় অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম PrimeShots। এবার তারা নিয়ে এসেছে নতুন ওয়েব সিরিজ “Santushti”, যা ইতোমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কাহিনির ঝলক
গল্পটি আবর্তিত হয়েছে এক সাধারণ যুবককে ঘিরে, যিনি বিবাহের আগে নিজের কিছু ইচ্ছা পূরণ করতে চান। অনলাইনে পরিচয়ের সূত্র ধরে তিনি এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তার মনের কথা খুলে বলেন। এরপর গল্পে আসে নানা মোড়, যা দর্শকদের ধরে রাখবে শেষ পর্যন্ত।
স্ট্রিমিং ডিটেইলস
- ওটিটি প্ল্যাটফর্ম: PrimeShots
- প্রধান অভিনেত্রী: আয়েশা কাপুর
- মোট পর্ব: ২
Realme GT 6T এখন পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে, এখনই কিনুন সেরা দামে
নতুন এই ওয়েব সিরিজে থাকছে চমকপ্রদ গল্প ও দারুণ অভিনয়। PrimeShots সাবস্ক্রিপশন নিয়ে এখনই দেখে নিন “Santushti”!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।