রোমান্সের দৃশ্যে পরিপূর্ন এই ওয়েব সিরিজ, অবশ্যই একা দেখুন

ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের দর্শকদের মধ্যে হলে গিয়ে সিনেমা দেখার জনপ্রিয়তা এখন বেশ কমেছে। মানুষ এখন মোবাইলবন্দি। তাই বিনোদন জগৎকে মোবাইলের ভেতর বন্দি করতেই উদ্ভাবন হয় ওয়েব সিরিজের।

ওয়েব সিরিজ

প্রথম বিদেশে এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা থাকলেও বর্তমানে ভারতেও এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা ভারতেও তুঙ্গে। নানারকমের কন্টেন্ট হলেও এখন এডাল্ট ওয়েব সিরিজের চাহিদা অনেকটাই বেশি। অনেক প্ল্যাটফর্মেই উষ্ণ ও সাহসী দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজের চাহিদা এখন বেশ ভালো।

সম্প্রতি গোপনে জনপ্রিয়তা লাভ করছে বেশিরভাগ ‘ইরোটিক’ ওয়েবসিরিজ। এগুলি এমন গল্প ও দৃশ্যপট দিয়ে সাজানো হয়, যা মানুষের একান্ত সময়ের সঙ্গী হতে পারে। এই প্রতিবেদনে এমনই এক ওয়েবসিরিজের কথা হবে, যা দেখতে গেলে আপনাকে বাড়ির মধ্যেই ‘প্রাইভেসি’ খুঁজতে হবে।

এই প্রতিবেদনে এমনই একটি ওয়েবসিরিজকে নিয়ে কথা হবে, যার গল্প থেকে দৃশ্যপট, সবকিছুই সাজানো ঘনিষ্ঠতা ও অন্তরঙ্গতা দিয়ে। তাই এই সিরিজ দেখতে হলে আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে।

Khoon Bhari Maang Part 2 I Ullu Originals I Official Trailer I Releasing on 23rd August

বর্তমানে সাহসী ওয়েবসিরিজ বানিয়ে সাড়া ফেলেছে ‘উল্লু’ নামের একটি ওটিটি প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে আসন্ন ওয়েবসিরিজ ‘খুন ভরি মাঙ্গ-২’-এর ট্রেলার বেশ সাড়া ফেলেছে। এই সিরিজের গল্পও সাধারণ ধরণের থেকে অনেকটাই আলাদা।

এই সিরিজে দুই বোনের মধ্যে চরম শত্রুতা দেখানো হয়েছে। আর এই শত্রুতা থেকেই তারা একে অপরকে হত্যার চেষ্টা করে। পরে জানা জানা যায় বড় বোনের স্বামীও এই পরিকল্পনায় জড়িত ছিলেন। তবে বড় বোন যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন সবকিছুই হয়ে যায় অন্যরকম। প্লটটি কীভাবে বিকশিত হয় এবং পরবর্তীতে কী হয় তা জানতে দেখতে হবে পুরো সিরিজটি।

রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, একা দেখুন

এই সিরিজে অভিনয় করেছেন অনেক নবাগত কলাকুশলী। তবে তাদের মধ্যে সবথেকে নজরকাড়া অভিনয় দর্শকদের উপহার দিয়েছেন ডোনা মুন্সি ও মাহি খান। অন্যদিকে এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধীরাজ কুমার রায়কেও। প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এই সিরিজটি দেখতে হলে আপনাকে উল্লু এপ্লিকেশনের সাবস্ক্রিপশন লাগবে।