বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই অস্কারজয়ী হলিউড ছবির পরিচালক ক্রিস্টোফার নোলান প্রশংসায় ভাসিয়েছিলেন হিন্দি সিনেমাকে ৷ তাঁর মতে, ‘হিন্দি ছবিতে আলাদা একটা প্রাণ আছে। মৌলিকতা, নাটকীয়তা, আবেগ-অনুভূতি, হাস্যরস – সব মিলিয়ে দুর্দান্ত। আর তাই বলিউড ছবি দেখতে এতটা ভালো লাগে, যা হলিউডে আর দেখা যায় না।’‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’-এর মতো ছবির নির্মাতা নোলান যা খুঁজতে বলিউডের ছবি দেখেন, সেটা এখন বহু বলিউডপ্রেমীই খোঁজেন।
অভিনয়শিল্পীদের কণ্ঠেও সেই আক্ষেপ ঝরে পড়ে। এমনটা মনে করেন বলিউডের ‘তুফান’ অভিনেত্রী ম্রুণাল ঠাকুরও। তাঁর মতে, রোমান্সে টইটম্বুর-আবেগ-কমেডির মিশেলের কিছু দেখতে হলে দক্ষিণ ভারতীয় ছবি দেখুন। তিনি বলেন, ‘যুগ যুগ ধরে বলিউডের রোমান্সের খ্যাতি জগৎজোড়া।
একটা সময় হাস্যরস ছাড়া কোনো ছবিই হতো না বলিউডে। অথচ এখন সেসব উপাদান হারিয়ে গেছে। দক্ষিণ ভারতের ছবিতেই যা কিছু অবশিষ্ট আছে।’ ২০২২ সালে ম্রুণালের প্রথম তেলুগু ছবি ‘সিতা রামাম’ মুক্তি পায়।
সুপারহিট ছবিটির হিন্দি ভাষার ভার্সনও ব্যবসাসফল হয়। এর পর থেকেই দক্ষিণ ভারতে কদর বেড়েছে অভিনেত্রীর। সামনে মুক্তি পাবে ‘হেয় ন্যান্নি’,‘ফ্যামিলি স্টার’ নামে দুই ছবি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে ম্রুনাল বলেন, “আমি সব সময়ই ফ্যান্টাসি, রোমান্টিক ছবিতে অভিনয় করতে চেয়েছি। দক্ষিণ ভারত আমাকে সেই সুযোগ দিয়েছে।
চার সন্তানের পিতা হয়েও বাবা ডাক শোনার সৌভাগ্য হয়নি মিঠুন চক্রবর্তীর
‘সিতা রামাম’ শুধু ভারতের দক্ষিণেই নয়, কলকাতারও অনেক দর্শক পছন্দ করেছেন। দর্শক প্রায়ই আবদার করেন, তাঁরা এমন ছবি আরো দেখতে চান। ছবিটি দেখে অনেক ছেলেমেয়ে প্রেমে পড়েছেন৷ মানুষের হৃদয় স্পর্শ করে এমন প্রেমের গল্পের ছবিতেই অভিনয় করতে চাই।” আজ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ম্রুণালের বলিউডের ছবি ‘পিপ্পা’। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যশোরের চৌগাছায় প্রথমবার পাকিস্তানি সেনাদের মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হয় ভারতীয় মিত্রবাহিনী ৷ সেই বীরত্বের গল্প নিয়ে ছবিটি ৷ মূল চরিত্রে ঈষাণ খাট্টার ছাড়াও অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।