রোমাঞ্চ ও রহস্যের চমক নিয়ে হাজির হচ্ছেন সারা

সারা আলি খান

বিনোদন ডেস্ক : বলিউডে জেনওয়াই তারকদের মধ্যে অন্যতম সারা আলি খানের নতুন ছবি ‘গ্যাসলাইট’ ডিজনি-হটস্টারে ৩১ মার্চ মুক্তি পাবে। এর আগে ওটিটিতে মুক্তি পেয়েছিল সারার ছবি ‘আতরঙ্গি রে’। দেখার বিষয় গ্যাসলাইটে কোন খেলা দেখান তিনি। ২০১৮ সালে সারা কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন।

সারা আলি খান

সাম্প্রতি এক সাক্ষাত্কারে সারা তার ছবিগুলোর ব্যর্থতা এবং সেগুলো থেকে কী শিখেছেন সে সম্পর্কে মুখ খুলেছেন। তিনি জানান, আমি থিয়েটারের জন্যই একজন অভিনেতা হয়েছি। সমপ্রতি ‘নেপোটিজম’ বিতর্কে মুখ খুলেছিলেন সারা।

তিনি জানান, অভিনেতা বাবা-মা, অভিনেত্রী ঠাকুমা, এমন পরিবার থেকে আসার জন্য প্রায়ই ‘নেপোটিজম’ কটাক্ষের শিকার হতে হয় তাকেও। সারার মতে, অবশ্য ফিল্ম দুনিয়ার বাইরে থেকে যারা আসেন কাজ করতে, তাদের সফর অনেক কঠিন হয় তারকা সন্তানদের তুলনায়। তিনি নিজের স্থান সম্পর্কে অবগত।

তার মতে, যেসব জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারব না সেই সম্পর্কে বেশি ভাবা, চর্চা করা, বা গুরুত্ব দেওয়া একেবারেই লাভজনক নয়। এখন আমার মা-বাবা কে, সেটা তো আমি বদলাতে পারব না। আমার চেষ্টা এটাই থাকবে যে নিজের অস্তিত্ব যাতে নিজে তৈরি করতে পারি।

সারার আসন্ন ছবি ‘গ্যাসলাইট’ নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশই চড়ছে। এ ছবির পরতে পরতে রোমাঞ্চের গন্ধ। বাবাকে খুঁজতে গিয়ে রহস্যের সন্ধান পায় সারা আলি খান, এখানে তার চরিত্রের নাম মিশা। ছবিতে রয়েছে সম্পর্কের একাধিক স্তর। যার আঁচ পাওয়া যাচ্ছে ট্রেলারেও। হুইল চেয়ারে বন্দি সারা পাগলের মতো খুঁজতে থাকেন বাবাকে। তার বাবার সহকারীর চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মেসি। যার কাছে সাহায্য চাইবে সারা। তারপর? ঠিক কোন দিকে মোড় নেবে গল্প? সেটা জানতে অপেক্ষা করতে হবে ৩১ মার্চ পর্যন্ত।

এ ছবি সম্পর্কে সারা বলেন, ‘গ্যাসলাইট’ আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র এবং গল্প আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটাই আলাদা। ছবিটিতে অভিনয়ের মাধ্যমে আমি আমার ভক্তদের কাছে অভিনয়ের বিভিন্ন শেড পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাব।’

খালি গলায় দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন রানু মন্ডল

‘গ্যাসলাইট’ একটি সাসপেন্স থ্রিলার, ছবিটি দর্শকদের গভীরভাবে ভাবাবে এবং গল্প যত এগোবে তত দেখা যাবে রহস্যের একাধিক বাঁক ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে।