আন্তর্জাতিক ডেস্ক : ডিজিটাল জমানায় ভাইরাল হওয়ার সময় কে যে কী করতে পারেন, তার আন্দাজ করাটা সত্যিই এক কঠিন কাজ। কী করতে গিয়ে কে যে কখন ভাইরাল হবেন, তার টের পাওয়াও কার্যত অসম্ভব। তাই, ভাইরাল হওয়ার স্বপ্ন দেখতে-দেখতে যে যা পারছেন করে চলেছেন। বাইক স্টান্টের হাজার একটা ভিডিও আপনি হয়তো চাক্ষুষ করেছেন। কিন্তু এমনটা কখনও দেখেননি।
দুটি মেয়েকে নাটকীয় ভাবে দেখা গেল, বাইকের উপরে একে অপরের বিপরীতে বসে স্টান্ট দেখাতে। আশ্চর্যজনক বিষয়টি হল, সেই অবস্থাতেই দুজনে চুমু খেলেন, একে অপরকে জড়িয়েও ধরলেন। আর সেই ভিডিওটিই এখন নেটিজ়েনরা গোগ্রাসে গিলছেন!
পুরো ঘটনাটাই ঘটেছে চলন্ত বাইকে। আর সেই বাইক স্টান্টের ক্লিপই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার আনাচকানাচে। ভিডিওতে দেখা গেল, মেয়ে দুটির একজন বাইক চালাচ্ছেন। সামনে বসে রয়েছেন আর একজন। ওই অবস্থাতেই দুজন দুজনকে জড়িয়ে ধরলেন, খেলেন চুমুও। জানা গিয়েছে, এই ঘটনাটা তামিলনাড়ুর।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel