জুমবাংলা ডেস্ক : ইউরোপের দেশ রোমানিয়া থেকে একটি কনস্যুলার প্রতিনিধি দল ভিসা কার্যক্রমে সহযোগিতা করতে ঢাকায় আসছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। প্রতিনিধি দল সফরে পাঁচ হাজার ভিসা ইস্যু করবে বলেও আশা প্রকাশ করেছে সূত্রটি।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শুক্রবার ঢাকায় পৌঁছানোর পর রোমানিয়ার প্রতিনিধি দল আগামী ১৭ এপ্রিল থেকে ভিসা কার্যক্রম শুরু করবে।
গত ১৪ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, চূড়ান্তভাবে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে ছয় সদস্যের একটি কনস্যুলার প্রতিনিধি দল পাঠাচ্ছে। তারা ঝুলে থাকা ৩ হাজার ৪০০ ভিসাসহ মোট পাঁচ হাজার ভিসা ইস্যু করবে। এক্ষেত্রে তাদের স্থানীয় সহযোগিতা লাগবে।
রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রথম কোনো দেশে কনস্যুলার টিম পাঠাচ্ছে বলেও জানান ড. মোমেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে সহযাত্রী হতে হবে : স্পিকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।