বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি ঘুরতে ভালোবাসেন চিত্রনায়িকা পূজা চেরি। বিভিন্ন সময় এ কথা অকপটেই স্বীকার করেছেন তিনি। এ কারণে বিদেশে শুটিংয়ে ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে থাকেন এই চিত্রনায়িকা। আর শুটিংয়ে ফাঁকে তিনি ঘুরে বেড়ান ঐতিহাসিক ও মনোরম নানা লোকেশনে। যার কিছুটা হলেও প্রমাণ মেলে পূজা চেরির ফেসবুকে।
তারই ধারাবাহিকতায় এবার পূজাকে পাওয়া গেল সমুদ্র সৈকতে। সাগর আর আকাশের রঙয়ে (নীল) মিশে গেলেন তিনি। আজ রোববার পূজা তার ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে এই শিল্পীকে দেখা যায়, মনের আনন্দে সাগরপানে চেয়ে আছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন- ‘আমার সকল নজর ভালোর দিকে।’ কথাগুলো কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা জানা যায়নি। তবে তার কথায় স্পষ্ট, ভালোর সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ভাবনা-চিন্তা ভালো হলে, সব কিছুই ভালো ভাবে মানুষ গ্রহণ করবে। আর মন্দ ভাবনা মনকে গ্রাস করে নেয় খারাপের দিকে।
এদিকে, পূজার চেরির প্রকাশিত ছবিগুলো কোথায় ও কবে তোলা তা নিশ্চিত করেননি এই শিল্পী। তবে ধারণা করা হচ্ছে, গত বছরের শেষ দিকে একটি ওয়েব ফিল্মের কাজে ব্যাংককে গিয়েছিলেন তিনি। ছবিগুলো হয়তো সেসময়ের।
বর্তমানে পূজা চেরি স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নতুন বছর এখনো নতুন কোনো সিনেমার কাজ শুরু করেননি তিনি। তবে খুব শিগগিরই আসবে নতুন কাজের ঘোষণা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।