Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রমজান মাস মুমিনের বসন্ত
    ইসলাম ধর্ম

    রমজান মাস মুমিনের বসন্ত

    March 14, 20254 Mins Read

    ধর্ম ডেস্ক : প্রচণ্ড খরার পর বৃষ্টি যেমন জমিনের বুকে প্রাণস্পন্দন নিয়ে আসে তেমনি ১১টি মাস ঘুরে রমজান আসে মুমিনের হৃদয়ের প্রাণস্পন্দন হয়ে। অবারিত রহমত, বরকত আর ক্ষমার বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয় মাহে রমজান। হাদিসে এই রমজান মাসকে মুমিনের বসন্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

    রমজান মাস মুমিনের বসন্ত

    এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়, কবরের আজাব বন্ধ করে দেওয়া হয়। আর এ মাস যে কারণে সবচেয়ে বেশি মাহাত্ম্যপূর্ণ তা হচ্ছে এই মাসেই মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়ে সর্বোত্তম রাত লাইলাতুল কদর।

    এই যে এত এত মাহাত্ম্য নিয়ে রমজান মাস আমাদের মাঝে এসেছে আমরা কি আসলেই একে কাজে লাগাতে পারছি? নিজেদের শোধরে নেওয়ার যে সুযোগ আমাদের কাছে এসেছে, নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার যে অপার সুযোগ আমাদের সামনে এসেছে, সে সুযোগগুলোকে কাজে লাগাতে আমরা পারছি কি?

    হাদিসে এসেছে হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রসুল (সা.) বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে এবং সওয়াবের বিশ্বাসে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি রমজানের রাত্রি জাগরণ করে ইবাদতে লিপ্ত থাকে তারও পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি শবেকদরের রাতে ইমান ও একিন সহকারে ইবাদত করে তারও সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। (সহিহ বুখারি-৩৮)।

    তাই রোজা রাখতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। কেবল না খেয়ে থাকাই রোজা নয় বরং এর সঙ্গে সঙ্গে সব ধরনের গুনাহ থেকেও নিজেকে বিরত রাখতে হবে। রোজা রেখে মিথ্যা কথা বলা, গীবত বা পরচর্চা করা, অন্যের ওপর অন্যায় জুলুম করা হলে সে রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হাদিসে এসেছে, ‘রসুল (সা.) বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (সহিহ বুখারি-১৯০৩)

    রোজাকে প্রশিক্ষণের মাসও বলা হয়েছে। এই পূর্ণ এক মাস ব্যক্তি নিজেকে সব ধরনের পাপ কাজ থেকে বিরত রাখার প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে গড়ে নিতে পারে। এই প্রশিক্ষণ কেবল এই এক মাসের জন্যই নয় বরং এই এক মাসের প্রশিক্ষণের মাধ্যমে বাকি ১১ মাসও যেন সে প্রশিক্ষণ অনুযায়ী চলতে পারে তার জন্য। রমজান আমাদের কীভাবে প্রশিক্ষণ দেয়? প্রথমত রমজান আমাদের তাকওয়ার প্রশিক্ষণ দেয়। মানুষ চাইলেই লুকিয়ে খাবার খেতে পারে। কিন্তু সে কেবল আল্লাহর ভয়েই খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রাখে এবং অন্যান্য পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে।

    পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা মুত্তাকি হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত-১৮৩)

    এ ছাড়াও রোজার মাধ্যমে ধৈর্যের প্রশিক্ষণ হয়। মানুষের বেঁচে থাকার জন্য খাবার খাওয়া প্রয়োজন। কিন্তু সারা দিন না খেয়ে থাকা এবং এর পাশাপাশি সব পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা ধৈর্যের ব্যাপার। দীর্ঘ একটি মাস এভাবে নিজেকে সব ধরনের খারাপ কাজ, সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত রাখার মাধ্যমে মানুষের ধৈর্যের প্রশিক্ষণ হয়।

    আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত হাদিসে এসেছে, রসুল (সা.) বলেন, কেবল আহারাদি থেকে বিরত থাকার নাম রোজা নয়। অশ্লীল কথাবর্তা ও অশালীন আলোচনা থেকে দূরে থাকাই আসল রোজা। অতএব হে রোজাদার! যদি কেউ তোমাকে গালি দেয় বা তোমার সঙ্গে অভদ্রতা করে তাহলে তাকে বলো, আমি রোজাদার। (ইবনে খোযায়মা-১৯৯৬)

    অপর একটি হাদিসে এসেছে, রসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ যেন রোজার দিনে অশ্লীল কথা না বলে এবং শোরগোল ও চেঁচামেচি না করে। কেউ তাকে গালমন্দ করলে বা তার সঙ্গে ঝগড়া করলে শুধু বলবে, আমি রোজাদার।’ (সহিহ বুখারি-১৯০৪, মুসলিম-১১৫১ )

    আর সবাই যখন ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে শোধরে নিতে পারবে সমাজের চিত্র তখন আপনা-আপনি বদলে যাবে। কারণ ব্যক্তি নিয়েই সমাজ আর সমাজের সেই ব্যক্তিরা যদি ঠিক হয় তাহলে সমাজও ঠিক থাকবে। তাই ব্যক্তিগত জীবন গঠন, নৈতিক মান উন্নয়ন, সমাজের উন্নয়ন এর জন্য রমজান মাস এক মোক্ষম সুযোগ।

    6500mAh ব্যাটারিসহ আসছে OPPO এর দুটি স্মার্টফোন, জেনে নিন দাম

    আবার এ রোজার মাধ্যমে শুধু ইহকালীন কল্যাণই লাভ হয় না বরং পরকালীন মুক্তির অন্যতম এক মাধ্যম এই রোজা। উসমান ইবনে আবিল আস (রা.) বর্ণনা করেন, রসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘রোজা হলো জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল, যুদ্ধক্ষেত্রে তোমাদের ঢালের মতো (সুনানে ইবনে মাজাহ-১৬৩৯)।

    অপর একটি হাদিসে রসুল (স.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, যখন সে আনন্দিত হবে। এক . যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায়। দুই . যখন সে তার রবের সঙ্গে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে।

    লেখক : তাহমিনা বিনতে আমীন

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ইসলাম ধর্ম বসন্ত মাস, মুমিনের রমজান রমজান মাস মুমিনের বসন্ত
    Related Posts
    জবি শিক্ষার্থীর ইসলাম গ্রহণ

    “হিন্দু পরিবারে জন্ম, এখন আমি আব্দুর রহমান”: জবি শিক্ষার্থীর ইসলাম ধর্ম গ্রহণে হইচই

    May 24, 2025
    কোরবানি

    কার কার ওপর কোরবানি ওয়াজিব!

    May 24, 2025
    Qurbani

    কার সঙ্গে ভাগে কোরবানি দেওয়া যাবে না

    May 24, 2025
    সর্বশেষ সংবাদ
    Press Secretary
    প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব
    Visa
    শেনজেন ভিসা প্রত্যাখ্যানের শীর্ষ ১০ দেশ
    Beef
    হার্টের রোগীদের কী পরিমাণ মাংস খাওয়া উচিত
    BTRC
    সিম নিবন্ধনের সীমা নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত
    Muhammad Yunus
    Yunus Gains Full Political Backing as Bangladesh Prepares for Crucial Elections
    OnePlus
    প্রকাশ্যে এল দুটি দুর্দান্ত OnePlus স্মার্টফোনের স্পেসিফিকেশন, জানুন বিস্তারিত
    Release Of DOGE
    Supreme Court Temporarily Blocks Release Of DOGE Records Amid FOIA Dispute
    GOOGLE
    গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন বিপ্লব, এলো একগুচ্ছ নতুন ফিচার
    এমপিওভুক্ত শিক্ষকদের বেতন
    এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়
    train-advance-ticket
    ৪ জুনের টিকিট ২৫ মে: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ হালচাল
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.