ধর্ম ডেস্ক : রমজানে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও করা বন্ধে পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের ইসলামিবিষয়ক মন্ত্রণালয়। বলা হয়েছে, নামাজের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও করার জন্য কেউ ক্যামেরা ব্যবহার করতে পারবে না।
মন্ত্রণালয়টি জানিয়েছে, শুধু ছবি বা ভিডিও নয়, নামাজের সময় কোনো মিডিয়া লাইভ সম্প্রচারও করতে পারবে না।
মন্ত্রণালয় ইমাম ও ধর্মীয় নেতাদের এই নির্দেশিকাগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং মসজিদের অভ্যন্তরে যথাযথ সাজসজ্জা ও ধর্মীয় শিষ্টাচার বজায় রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
এই পদক্ষেপের লক্ষ্য হলো মসজিদের পবিত্রতা ও নামাজের পরিবেশ রক্ষা করা ও যাতে কোনো ঝামেলা জামাতগুলোতে প্রভাব না ফেলে তা নিশ্চিত করা।
নামাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে দেশটির ইসলামিবিষয়ক মন্ত্রণালয় সাধারণত প্রতি বছর রমজানের আগে এই ধরনের নির্দেশিকা জারি করে।
মক্কা ও মদীনা মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ ড. আব্দুল রহমান আল সুদাইস রমজান মাসে উচ্চমানের সেবা ও কর্মসূচি প্রদানের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির ওপর জোর দেন।
তিনি বলেন, মন্ত্রণালয় রোজার মাসে অপারেশনাল পরিকল্পনার ডিজিটাইজেশন বাড়াবে। যাতে ওমরাহ পালনকারী ও দুই মসজিদে ভ্রমণকারীরা ভালো সুফলভোগ করতে পারেন।
সূত্র: গাল্ফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।