স্পোর্টস ডেস্ক : বয়স ৩৭। এ বয়সে অনেকেই ফুটবল খেলছেন। বিশ্বকাপেও খেলতে এসেছেন অনেকে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সবার চেয়ে কেন আলাদা, গতকাল ঘানার বিপক্ষে ‘৯৭৪’ স্টেডিয়ামে গোল করে আরও একবার প্রমাণ করলেন।
৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করে বিশ্বকাপ ফুটবল ইতিহাসের রেকর্ড গড়েছেন ‘সি আর সেভেন’ রোনালদো। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের রেকর্ড গড়া ম্যাচে পর্তুগাল ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে।
এ ম্যাচে কোচ ফার্নান্দো সান্তোসের দল জয় পেলেও সিআর সেভেনের করা গোলকে ‘রেফারির উপহার’ বলছেন ঘানার কোচ অট্টো আদ্দো। এজন্য ম্যাচ রেফারির ভুল সিদ্ধান্তকেও দায়বদ্ধ করছেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি করেন ঘানার কোচ। তিনি বলেন, আমার মনে হয়, এটা ভুল সিদ্ধান্ত। আমরা বলের দিকে লক্ষ্য করেছিলাম। আমি জানি না, ভিএআর কেন এটাতে প্রয়োগ হলো। এর কোন ব্যাখ্যা নেই। এটা খুবই বাজে সিদ্ধান্ত। এটা আসলে আমাদের বিপক্ষেই একটা ফাউল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।