স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে সৌদি আরবের ক্লাব আল নসরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এখানে বছরে তিনি ২১ কোটি মার্কিন ডলার আয় করবেন। যেটি ফুটবল তো বটেই, খেলাধুলার ইতিহাসেই সর্বোচ্চ। কিন্তু সৌদিতে গিয়েই একটা আইন ভঙ্গ করেছেন সিআর সেভেন। যে কাজ স্থানীয় কেউ করলে হয়তো মৃত্যুদণ্ড হয়ে যেত!
সৌদি আরবে নারী-পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ। বিয়ে না করে একসঙ্গে থাকাটাও কঠোরভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু রোনালদো তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে এখনো বিয়ে করেননি। কিন্তু তারা সৌদি আরবে থাকবেন সন্তানদের নিয়ে। সৌদি আরবের আইনে এটি বিবাহবহির্ভূত সম্পর্ক।
তাহলে এখন রোনালদোর কী হবে?
আন্তর্জাতিক মিডিয়া বলছে, রোনালদো নিশ্চয়ই তার ক্লাবের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। তাছাড়া একজন আইনবিশেষজ্ঞ বলেছেন, ‘যদিও বিয়ে ছাড়া এক ছাদের নিচে দুই নারী-পুরুষের বসবাস করা সৌদি আইনে কঠোরভাবে নিষিদ্ধ, তারপরও রোনালদোর ব্যাপারটিতে সৌদি কর্তৃপক্ষ মাথা ঘামাবে না। সাধারণত পশ্চিমাদের ক্ষেত্রে এসব আইন প্রয়োগ করা হয় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।