স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিসমাসে বান্ধবীর কাছ থেকে উপহার হিসেবে রোলস রয়েস গাড়ি পেয়েছেন। সেই গাড়ির দাম ২ লাখ ৫০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ১৯ লাখ টাকা।
বান্ধবীর কাছ থেকে পাওয়া সেই উপহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্পেনের রাজনীতিবিদ মিগুয়েল আঞ্জেল রেভিয়া বলে দিলেন- এই উপহার যৌন-অশ্লীলতায় পূর্ণ।
স্প্যানিশ টিভি মাস ভায়ে তারদেতে স্প্যানিশ রাজনীতিবিদ জানিয়েছেন, দেশে এখন মুদ্রাস্ফীতির কারণে আর্থিক অবস্থা শোচনীয়।
তিনি বলেন, আমার মনে হয় এ উপহার যৌন-অশ্লীলতায় পূর্ণ। বর্তমানে মানুষ যে অবস্থায় রয়েছে, এমন অবস্থায় মানুষ যদি টিভিতে এরকম খবর দেখে, তা নৈতিকভাবে ঠিক নয়। এমন মানসিকতা দেখে মনে হয় ওরা পর্নো-ব্যবহার করছেন।
কয়েক দিন আগেই জর্জিনা রদ্রিগেজ রোনালদোকে দেওয়া সেই বহুমূল্যের উপহারের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে- রোনালদো নিজের সন্তানদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে নতুন গাড়িতে উঠছেন। পরে রোনালদোর বান্ধবীকে ধন্যবাদ জানান এই উপহারের জন্য।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।