স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো দূর আকাশের তারাকে অভাবনীয়ভাবে কাছে পেয়ে আনন্দে আত্মহারা সৌদি আরবের মানুষ।
আড়াই বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ডকে মঙ্গলবার রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয় রিয়াদে।
কিন্তু মরসুল পার্ক স্টেডিয়ামে জমকালো পরিচিতি অনুষ্ঠানে অনিচ্ছাকৃত এক ভুলে নিজেকে হাসির পাত্র বানিয়ে ফেলেছেন রোনালদো। যে দেশে তিনি খেলতে এসেছেন তার নাম নাকি দক্ষিণ আফ্রিকা!
সংবাদ সম্মেলনে সৌদি আরবকে ভুল করে দক্ষিণ আফ্রিকা বলে ফেলেন রোনালদো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল রসিকতা।
রোনালদোর বক্তব্যের সেই অংশটি ছিল এমন, ‘ফুটবল এখন পালটে গেছে। তাই আমি মনে করি, দক্ষিণ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।