ইয়ামালে মুগ্ধ রোনালদো

Yamal-Ronaldo

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ও স্পেনের জার্সিতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন লামিন ইয়ামাল। গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। অনেকেই ১৭ বর্ষী তারকার মধ্যে লিওনেল মেসির ছায়া খুঁজে পাচ্ছেন। ‘ওয়ান্ডার কিড’ খ্যাত তারকা নজর কেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরও। ইয়ামালের প্রতিভায় মুগ্ধ হয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। বলেছেন, ‘ইয়ামালই হবেন নতুন যুগের সেরা ফুটবলার।’

Yamal-Ronaldo

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। সেখানে ইয়ামালকে নিয়ে এমন মন্তব্য করেছেন পর্তুগিজ কিংবদন্তি। বলেছেন, ‘তার (ইয়ামাল) মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। আমি তার মধ্যে অনেক প্রতিভা দেখতে পেয়েছি। এখন দেখার বিষয় সে তার ক্যারিয়ারে কীভাবে এগিয়ে যায়। আমি মনে করি, সে দুর্দান্ত কিছুই করবে। সে এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হবে।’

বড় কোন ইনজুরি ছাড়াই ইয়ামাল নিজের ক্যারিয়ারে এগিয়ে যাবে বলে প্রত্যাশা রোনালদোর। বলেছেন, ‘সে এখনো অনেক তরুণ। ভাগ্যকে তার সহায় হতে হবে। আশা করছি সে বড় ইনজুরিতে পড়বে না। সে সবদিকেই খুব ভালো অবস্থায় আছে। বিশেষ করে স্পেনের বর্তমান দলটা দুর্দান্ত।’

১৬ বছর বয়সে স্পেনের জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করে এবারের ইউরো জয়ের স্বাদ পেয়েছেন ইয়ামাল। ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। আসরে সেরা তরুণ ফুটবলারের খেতাবও জিতেছেন। বার্সার হয়েও লা লিগায় দারুণ ফর্মে আছেন এই ১৭ বছর বয়সী তরুণ।