স্পোর্টস ডেস্ক : অ্যাস্টন ভিলা থেকে আল নাসরে আসা জন ডুরান ঝলক দেখিয়ে চলেছেন সৌদি প্রো লিগে। গত সপ্তাহে অভিষেকে করেছিলেন জোড়া গোল। বৃহস্পতিবার দুই গোল করলেন আবারও। তার জোড়া গোলে আল আহলিকে ৩-২ ব্যবধানে হারাল আল নাসর, তাও ১০ জন নিয়ে। মোহামেদ সিমাকানা ৪৭ মিনিটে লাল কার্ড দেখলে বাবি সময়টা এক জন কম নিয়ে খেলতে হয় ক্রিস্তিয়ানো রোনালদোদের।
৩২ ও ৮৮ মিনিটে দুই গোল করেন জন ডুরান। এই তরুণ একটা গোলের উদযাপন করেছিলেন রোনালদোর সেই বিখ্যাত জার্সি খুলে তুলে ধরার স্টাইলে। ৮০ মিনিটে আল নাসরের হয়ে অপর গোলটি আয়মান ইয়াহিয়ার।
এই জয়ে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে এল আল নাসর। আল আহলি সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।
এদিকে ‘স্পোর্টিকো’ জানিয়েছে টানা দ্বিতীয় বছর বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট রোনালদো। গত বছর রোনালদোর আয় ২৬ কোটি ডলার বা প্রায় ৩১৫০ কোটি টাকা। আল নাসরে শুধু পারিশ্রমিক বাবদই পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। আর বিভিন্ন স্পনসর চুক্তি থেকে পেয়েছেন আরও সাড়ে চার কোটি ডলার।
বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি সর্বোচ্চ আয়ের তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। তার আয় ১৫.৩৮ কোটি ডলার। ১৩.৫০ কোটি ডলার আয় নিয়ে চতুর্থ স্থানে লিওনেল মেসি।
কিছুদিন আগে রোনালদো নিজেকে দাবি করেছিলেন ইতিহাসের সেরা হিসেবে। তার সঙ্গে একটা সময় রিয়াল মাদ্রিদে খেলা আনহেল দি মারিয়া অবশ্য এটা মানছেন না। তিনি ইনফোবায়ের ‘মি সিলেসিয়ন’ সিরিজে দি মারিয়া বললেন, ‘‘ওর সঙ্গে চার বছর খেলেছি। সে সব সময় এমনই বলে কিন্তু রোনালদো ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছে। সময়টা ওর পক্ষে নয়। একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া একজন (মেসি)।’’
মেসি-রোনালদো তুলনা টানতে গিয়ে দি মারিয়া বললেন, ‘‘একজনের ব্যালন ডি’অর ৮টি, আরেকজনের ৫টি। একজন বিশ্ব চ্যাম্পিয়ন, আরেকজনের নেই। এ রকম আরও অনেক পার্থক্য আছে, অনেক।আমার কাছে মেসি নিঃসন্দেহে বিশ্বের এবং ইতিহাসের সেরা ফুটবলার।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।