জুমবাংলা ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছিলেন, তার ইউটিউব চ্যানেলের নতুন পর্ব ইন্টারনেট ‘ভাঙতে’ যাচ্ছে। এরপর থেকেই জল্পনা-কল্পনা চলছে কে হতে যাচ্ছেন রোনালদোর ইউটিউব চ্যানেলের নতুন অতিথি। এমন ঘোষণার পর অধিকাংশ মানুষই ধরে নিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই হতে যাচ্ছেন সেই অতিথি। তবে মেসি নয়, পর্তুগিজ মহাতারকার চ্যানেলে অতিথি হয়ে আসছেন বিশ্বের শীর্ষ ইউটিউবার ‘মিস্টারবিস্ট’। তিনিও নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়।
‘মিস্টারবিস্ট’ নামে বেশি পরিচিত হলেও তার আসল নাম জেমস স্টেফেন ডোনাল্ডসন। যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি। ইউটিউবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর বেশি। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারো নেই।
মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি রোনালদো নিজেই দিয়েছেন। নিজের চ্যানেলে ‘ইন্টারনেটে ভাঙতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন আল নাসের ফরোয়ার্ড। আজ রাত ৮টায় রোনালদো-বিস্টের আলাপন ইউটিউবে প্রচারিত হবে বলে জানা গেছে।
গত আগস্টে ইউটিউব দুনিয়ায় পা রাখা রোনালদোর সাবস্ক্রাইবার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চ্যানেল খোলার প্রথম ৯০ মিনিটের মধ্যেই তার সাবস্ক্রাইবার ১ মিলিয়ন ছাড়িয়ে যায়, এখন যা ৬৮ মিলিয়নের ঘরে। সব প্লাটফর্ম মিলিয়ে ৯০০ মিলিয়নের বেশি অনুসারী পর্তুগিজ ফুটবলারের। এর মধ্যে ইনস্টাগ্রামে ৬৪৩, ফেসবুকে ১৭০ ও টুইটারে অনুসারী ১১৩ মিলিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।