স্পোর্টস ডেস্ক : আল-হিলালের বিপক্ষে ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসরের জন্যে সুখকর হয়নি। দলের হারের দিনে গোলবঞ্চিতও ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এই ম্যাচে সিআর সেভেনকে আবারও ‘মেসি মেসি’ স্লোগানের মুখে পড়তে হয়েছে, তবে হাসিমুখেই দিয়েছেন জবাব।
শুক্রবার (১ ডিসেম্বর) কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষে মাঠের বাইরে যাচ্ছিলেন পর্তুগিজ এই সুপারস্টার। এ সময়ে ‘মেসি মেসি’ স্লোগান ধরেন আল হিলালের সমর্থকরা। তবে স্লোগানের জবাবে হাঁটতে হাঁটতেই উড়ন্ত চুমু দেন রোনালদো।
এই ম্যাচে ৩-০ গোলে হেরেছে আল-নাসর। আল হিলালের হয়ে অ্যালেক্সান্ডার মিত্রোভিচ দুটি এবং সের্গেজ মিলিনকোভিক একটি গোল করেন।
ম্যাচের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ম্যাচের ৬৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় হিলাল। কিছুক্ষণ পরই সমতাসূচক গোল করেন সিআর সেভেন। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এ সময়ে নাসরের কোচ লুইস কাস্ত্রো এবং রোনালদো মেজাজ হারাতে দেখা যায়।
এরপর নির্ধারিত ৯০ মিনিটের আগে আবারও গোলের দেখা পায় আল-হিলাল। দুই মিনিট ব্যবধানে নিজের জোড়া পূরণ করে ব্যবধান বাড়ান মিত্রোভিচ। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।