স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রায় শেষলগ্নে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স এখন ৩৯, কিন্তু এ বয়সেও দুর্দান্ত পারফর্ম করছেন পর্তুগালের এই মহাতারকা। একজন তরুণ খেলোয়াড়েরও রোনালদোর মতো এমন পারফরম্যান্স দিতে অনেক বেগ পেতে হবে। অথচ সিআরসেভেন খ্যাত তারকা গোলের পর গোল করে যাচ্ছেন।
এখন চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্ব। তার দেশ পর্তুগাল ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করেছে। বাছাই পর্বে ৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৯টি গোল করেছেন রোনালদো। সবশেষ বসনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
সম্প্রতি রোনালদো ঘোষণা দিয়েছেন, ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে চান তিনি। যদিও তার এমন ঘোষণাকে অনেকেই উড়িয়ে দিয়েছেন। তবে তিনি যে গতিতে এগুচ্ছেন শেষ পর্যন্ত এমন মাইলফলক স্পর্শ করলেও অবাক হওয়ার মতো কিছু হবে না।
এদিকে ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতার আসনে আসীন হয়েছেন রোনালদো। এ বছর তার থেকে বেশি গোল আর কেউ করতে পারেনি। ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা ফুটবলার আর্লিং হালান্ড। তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের ও পিএসজির অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রোনালদোর করেছেন ৪০টি গোল। তার পেছনে থাকা আর্লিং হলান্ড করেছেন ৩৯ গোল। এরপরেই আছেন কিলিয়ান এমবাপ্পে, ফরাসি তারকার গোল ৩৫টি। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৩ সালে করেছেন ২৬ গোল।
বছরের এখনও দেড় মাস বাকি। তবে রোনালদো যেভাবে গোল করছেন, তাতে হালান্ড ও এমবাপ্পের পক্ষে তাকে পেছনে ফেলা কঠিনই হবে। জাতীয় দল ও ক্লাব আল-নাসেরের হয়ে উড়ন্ত ফর্মে আছেন রোনালদো। তার ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৯ এ। বয়স প্রায় ৩৯ ছুঁই ছুঁই হলেও যেভাবে খেলে যাচ্ছেন তাতে থামার কোনো লক্ষণ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।