বলিউডের দুই লাভবার্ড রণবীর আর আলিয়া। এদের বিয়ের জল্পনা-কল্পনা তুঙ্গে। সম্প্রতি ‘ব্রাহমাস্ত্র’ ছবির শুটিংয়ে উত্তরপ্রদেশের বারানাসিতে তাদের দেখা গেছে। তাদের বিয়ে কবে হবে তা নিয়ে কিছুদিন আগেও গুঞ্জন আর নানা খবর অনলাইনে ঘুরপাক খাচ্ছিল।
এবার ই-টাইমস এক প্রতিবেদনে জানাচ্ছে, তারাই প্রথমবারের মতো রণবীর আর আলিয়ার বিয়ের তারিখের জানান দিচ্ছে। আর তা এপ্রিলের ১৭ তারিখের দিকেই নির্ধারিত হয়েছে।
এ মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন দুই তারকা। একেবারে কাছের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের নিয়ে কোনো আড়ম্বর ছাড়াই বিয়ের পর্বটা সেরে ফেলবেন।
সর্বসাম্প্রতিক এক খবরে বলা হয়, তাদের বিয়ের আয়োজন চলবে ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে পারিবারিকভাবে মেহেদি আর গানের আয়োজন সেরে ফেলা হবে। এপ্রিলের এই সময়টাতে কাছের বন্ধু-পরিজনদের কোনো কাজ না রাখতে বলেছেন রণবীর-আলিয়া জুটি।
পিঙ্কভিলা জানিয়েছে, আলিয়া বিয়েতে ডন মানিশ মালহোত্রা এবং সব্যসাচীর ডিজাইন করা পোশাক বেছে নিয়েছেন। এপ্রিলের শেষের দিকে ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য পার্টির আয়োজন থাকবে। ঋষি কাপুর এবং নিতু কাপুরের মতোই চেম্বুরের আরকে হাউসে দুজন ঘর বাঁধার শপথবাক্য পাঠ করবেন বলে ঠিক করেছেন।
এর আগে ই-টাইমস এক সূত্রের বরাতে জানায়, আলিয়ার নানা এন রাজদানের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। বার্ধক্যজনিক কারণে তিনি অনেকটা শয্যাশায়ী। তিনিও আদরের নাতনির বিয়েটা দেখতে চান। রাজদান রণবীরকে আগে থেকেই চেনেন এবং তাকে বেশ পছন্দ করেন। তিনি রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ে হচ্ছে এটা দেখতে চান। দুই পরিবারের জন্য এই বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণ হওয়ার কোনো প্রয়োজন আসলে নেই। তারা দুজন ইতোমধ্যে বিবাহিত জীবন কাটাচ্ছেন। মূলত আলিয়ার নানার ইচ্ছা পূরণের জন্যই এই ছোট পরিসরের আয়োজন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।