বাদ যায়নি কোন মেয়ে, শেষ পর্যন্ত মায়ের বান্ধবীর সঙ্গেও যা করেছিলেন রণবীর

রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : আলিয়া ভাটকে বিয়ে করার আগে বলিউডে বহু সুন্দরী অভিনেত্রীর সঙ্গে নিজের নাম জড়িয়েছেন রণবীর কাপুর। নিজের মুখেই স্বীকার করেন মা নীতু কাপুরের এক বান্ধবীর সঙ্গে সম্পর্কে থাকার কথা।

রণবীর কাপুর

বলিউডের নামী স্টারকিডদের মধ্যে একজন হলেন রণবীর কাপুর। একেতো জন্ম সম্ভ্রান্ত কাপুর পরিবারে, তার উপর আবার দুর্দান্ত অভিনেতা- তাই রণবীরকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। পর্দার এই রোম্যান্টিক হিরোর বাস্তবেও নারী ভক্ত মহলে দারুণ জনপ্রিয়তা রয়েছে। এমনকি বাবা হয়ে যাওয়ার পরেও রণবীরের প্রেমে এখনও পাগল অনেক মেয়ে।

বলিউড তারকা দম্পতি ঋষি কাপুর এবং নীতু কাপুরের ছেলে রণবীর কাপুর পর্দার মতোই বাস্তব জীবনে প্রেমিক মানুষ। তার জীবনে প্রেম এসেছে বারবার। ভালোবেসেই বিয়ে করেছেন বি টাউনের সুন্দরী নায়িকা আলিয়া ভাটকে। মহেশ কন্যার গলায় মালা দেয়ার আগে রণবীর তার নাম জড়িয়েছেন ইন্ডাস্ট্রির বহু সুন্দরী অভিনেত্রীর সঙ্গে। সেই তালিকায় নাম রয়েছেন দীপিকা পাডুকোন, নার্গিস ফাকরি, ক্যাটরিনা কাইফদের।

যদিও শুধুমাত্র বলিউডের নায়িকাদের সঙ্গেই নয়, রণবীর ইন্ডাস্ট্রির বাইরের অনেক মেয়েদের সঙ্গে ডেট করেছেন। অভিনেতার পুরনো দিনের গল্প শুধু অবাক করার মতোই নয়, রীতিমতো অবিশ্বাস্য! বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহরের শো ‘কফি উইথ করণ’ এ গিয়ে নিজের প্রেম কাহিনীর উপন্যাস প্রকাশ করেন ঋষি পুত্র।

করণ জোহর সঞ্চালিত এই শোয়ের সংশ্লিষ্ট এপিসোডে একা রণবীর কাপুর যাননি, সঙ্গে ছিলেন রণবীর সিংও। সেখানেই দুই রণবীরের সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক নিয়ে খোলামেলা আড্ডায় মেতে উঠেছিলেন করণ। সেদিনই রণবীর কাপুর তার প্রেম জীবনের একাধিক কাহিনী শোনান।

দুই রণবীর এবং করণের আলোচনা প্রথমে শুরু হয়েছিল ‘ব্লু ফিল্ম’ দিয়ে। এরপরই কথার সূত্রে নিজের প্রেম জীবনের আলোচনা শুরু করেন ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা। রণবীর বলেন, ‘সিনেমার সেট থেকে শুরু করে বিমান- সব জায়গায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। এমনকি নিজের থেকে বয়সে বড় নারীদের সঙ্গেও সম্পর্কে ছিলেন তিনি।’

অভিনেতা এ ও জানান, ‘মা নীতু কাপুরের এক বান্ধবীর সঙ্গে এককালে সম্পর্কে ছিলেন তিনি। তবে সেই প্রেমের রেশ পরে কেটে যায়।’

রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

এবারই প্রথম নয়, এর আগেও একবার ‘কফি উইথ করণ’এ গিয়ে নিজের প্রেম কাহিনী নিয়ে আলোচনায় মেতেছিলেন রণবীর। সেইবার তার সঙ্গে ছিলেন আরেক স্টারকিড অর্জুন কাপুর। ঋষি-পুত্র জানিয়েছিলেন, একবার নাকি এক বন্ধুর প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি। যা শুনে অর্জুন প্রশ্ন করে ওঠে, ‘আমার প্রেমিকা ছিল না তো?’ হাসতে হাসতে রণবীর জবাব দেন, ‘সেই মেয়ে অর্জুনের প্রেমিকা ছিলেন না।’