বিনোদন ডেস্ক : রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ের খবর নিয়ে তোলপাড় সব জায়গা। এদিকে বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ কাপুর আর ভাট পরিবার। তবে কি বিয়ে হবে না? এই চিন্তা যখন সবার মাথায় ঘোরাফেরা করছে, ঠিক তখনই আলিয়া বিয়ের খবরে দিয়ে দিলেন শিলমোহর। যদিও হ্যাঁ বা না বলেননি আলাদা করে, তবে বিয়ে নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া দিতে তো দেখা গেল!
ইউটিউবার BeYouNick ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা গেল ২০১৯ সালের শাহিদ কাপুরের সিনেমা ‘কবীর সিং’-এর একটি দৃশ্য রিক্রিয়েট করতে। সাদা কুর্তা পাজামা-য় কবীর সিং স্টাইলে দৌড়ে আসছেন একটি গাড়ির অনুষ্ঠানের দিকে। আর বোর্ডে লেখা আছে ‘Alia weds Ranbir’। আর ক্যাপশনে লেখা ‘১৭ এপ্রিল আমার হাল এরকমই হবে’। সাথে আবার আলিয়ার সাথে নিজের ও রণবীরের ছবিও শেয়ার করেছেন।
এদিকে আলোর রোশনাইতে ইতিমধ্যেই সেজে উঠেছে আরকে স্টুডিয়ো। ১৪ই এপ্রিল সাত পাক ঘুরবেন এই তারকা জুটি। পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই এই বিয়ের আসর। মেহেন্দি ও হলদি হওয়ার কথা ১৩ এপ্রিল রাতে ও ১৪ এপ্রিল সকালে। শোনা যাচ্ছে, মাত্র ৪০-৫০ জনকে নিয়ে হবে বিয়ের সব আয়োজন। রণবীর-আলিয়ার বন্ধুদের মধ্যে করণ জোহর আর অয়ন মুখোপাধ্যায় থাকবেন অনুষ্ঠানে।
Pinkvilla-র খবর অনুযায়ী ১৭ এপ্রিল তাজমহল প্যালেসে আয়োজন করা হবে রিসেপশন পার্টির। সেখানে বলিউডের নামজাদাদের নিমন্ত্রণ থাকার কথা। আসলে খুব জলদি কাজে ফিরতে চান দু’জনেই। তাই বিয়ের সব অনুষ্ঠানই মিটিয়ে নিতে চান পরপর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।