রণবীরের সঙ্গে সম্পর্ক কেন টেকেনি, জানালেন আনুশকা

অনুশকা-রণবীর সিংয়ের প্রেম

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় অনুশকা-রণবীর সিংয়ের প্রেমের গুঞ্জন। প্রথম ছবিতেই হিট এই জুটি। তারপর ‘লেডিস ভার্সেস রিকি বহাল’, ‘দিল ধড়কনে দো’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেন। তখন এই গুঞ্জন ডালপালা মেলে।

অনুশকা-রণবীর সিংয়ের প্রেম

এই জুটির প্রেম নিয়ে চর্চা কম হয়নি। তারা সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও তাদের রসায়ন বেশ জমে উঠেছিল।

পর্দায় এ জুটির দুর্দান্ত রসায়নের কারণে প্রথম ছবিতেই বাজিমাত। ক্যামেরার পেছনে তাদের সম্পর্কটা কিন্তু অন্য রকমের। আনুশকা নিজেই স্বীকার করেছেন, তারা আসলে একে অপরকে খুন করতে পারেন।

সম্প্রতি সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আনুশকা। সেই অনুষ্ঠানেই নায়িকাকে সিমি রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।

আনুশকা বলেন, আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দু’জনের জীবনবোধ একেবারেই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী। আর আমি তো সম্পূর্ণ বিপরীত।

তবে রণবীর যে পুরুষ হিসেবে খুব আকর্ষণীয়, সেটা অবশ্য স্বীকার করেছেন আনুশকা। কিন্তু সম্পর্ক সম্ভব নয় কেন?

আনুশকার জবাব, আমাকে এমন কারও সঙ্গে সম্পর্কে জড়াতে হবে, যে আমাকে শান্ত করার কৌশল জানবে। আমরা দুজনেই ভালো মানুষ। তবে সম্পর্কের জন্য একেবারেই তৈরি ছিলাম না।

বাবা-মাকে বেডরুমে এই অবস্থা দেখে সুহানার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল

আনুশকা পরবর্তীতে বিয়ে করেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। আর রণবীর দীপিকাকে বিয়ে করেছেন।