রণবীরের জন্য অল্পের জন্য প্রাণে রক্ষা দিশা পটানির

দিশা পটানি

বিনোদন ডেস্ক : স্কুল জীবনের স্বপ্নের নায়ক রণবীর কপূরকে দেখতে গিয়ে অনেক বার দুর্ঘটনায় পড়েছেন দিশা পটানি। তবু সেই ভাল লাগা আজও অমলিন।

দিশা পটানি

তাঁর তন্বী সৌন্দর্যে বলিউডে পারদ চড়ে। পর্দায় নায়কদের মতো স্টান্ট করতে ভয় পান না সুন্দরী। পর্দার সাহসী কন্যে স্কুল জীবনে স্বপ্নের নায়ক রণবীর কপূরকে দেখতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বহু বার! এখনও সেই ভাল লাগার রেশ রয়ে গিয়েছে দিশা পটানির মনে। মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কুল জীবনের সেই দিনগুলো ফিরে দেখেন দিশা।

তাঁর কথায়, ‘‘স্কুলে পড়ার সময় থেকেই আমি রণবীর কপূরের ভক্ত। আমার শহরে রণবীরের প্রচুর পোস্টার থাকত। স্কুটি চালিয়ে স্কুলে যাওয়ার সময়ে রাস্তায় সেই পোস্টার দেখতে থমকে দাঁড়াতাম, কখনও আবার সেদিকে তাকিয়েই স্কুটি চালাতাম। ফলে বেশ কয়েক বার দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি!’’

দিশার সেই স্বপ্নের নায়ক এখন আলিয়া ভট্টের স্বামী। কয়েক মাসের মধ্যে বাবাও হতে চলেছেন রণবীর। সে দিনের স্কুলপড়ুয়া দিশা এখন নিজেও ব্যস্ত বলিউড অভিনেত্রী। কিছু দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে মোহিত সুরির ‘এক ভিলেন রিটার্নস’। ছবিতে দিশার সঙ্গে পর্দা ভাগ করেছেন অর্জুন কপূর, তারা সুতারিয়া ও জন আব্রাহাম।

ছবির এই ছোট মেয়েটিই আজ কাঁপাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি

তারই প্রচার নিয়ে আপাতত ব্যস্ত অভিনেত্রী। নতুন ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করলেও তা তাকে আনন্দ দিয়েছে, এমনটাই মত অভিনেত্রীর। এই ধরনের চরিত্রে অভিনয় নিয়ে দিশার মন্তব্য, ‘‘ছোটবেলা থেকেই রহস্য রোমাঞ্চের গল্প পড়তে ভালবাসতাম। আমার মনে হয়, এই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ অনেক বেশি।’’