রণবীরকে রোগা সাদা ইঁদুর বলে কটাক্ষ করলেন কঙ্গনা

কঙ্গনা

বিনোদন ডেস্ক : মুক্তির দ্বারপ্রান্তে ‘বাহুবলী’ তারকা প্রভাসের ‘আদিপুরুষ’। তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। তারই মাঝে নতুন করে চর্চায় ‘রামায়ণ’। জোর খবর, নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ‘রাম’ চরিত্রে থাকবেন রণবীর কাপুর এবং ‘সীতা’র ভূমিকায় তার স্ত্রী আলিয়া ভাট। এমন খবর সামনে আসতেই বেজায় চটেছেন কঙ্গনা। রণবীরকে কটাক্ষ করলেন ‘রোগা সাদা ইঁদুর’ বলে।

কঙ্গনা

ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘শুনছি নাকি বলিউডে আরও একটি রামায়ণ হতে চলেছে। যেখানে একজন রোগা সাদা ইঁদুর (তথাকথিত নামী অভিনেতা) অভিনয়ের জন্য মুখিয়ে রয়েছেন। ওকে তো তার আগে কিছুটা রোদে পুড়ে চামড়ায় ট্যান করাতে হবে। ও তো আবার পিআর-দের দিয়ে নোংরা কাজ করানোর জন্য কুখ্যাত। আবার, একাধিক নারীসঙ্গ, মাদকাসক্ত হওয়ার জন্যও পরিচিত। এদিকে আবার ট্রিলজিতে নিজেকে ভগবান শিব হয়ে নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টা করেছেন, যদিও ছবিটি কেউ দেখেনি। এখন আবার ওর রাম হওয়ার ইচ্ছে হয়েছে।’

এখানেই শেষ নয়, ছবিতে দক্ষিণী তারকা যশকে রাবণের ভূমিকায় চিত্রায়িত করা হবে শুনেও চটেছেন কঙ্গনা। তিনি লেখেন, ‘যে তরুণ দক্ষিণী তারকাকে রাবণ হিসাবে ভাবা হচ্ছে, ওকেই তো রামের ভূমিকায় মানাবে। কারণ বাল্মিকী বর্ণিত রাবণের সঙ্গে ওর চেহারার মিল রয়েছে। এ তো ঘোর কলিযুগ বাবা…জয় শীরাম।’

এদিকে এই রামায়ণ নিয়ে লেখার পরের ইনস্টাগ্রাম স্টোরিতেই সতর্ক করেছেন কঙ্গনা। একটি ‘বিপদ’ লেখা স্টিকার লাকিয়ে কঙ্গনা লিখেছেন, ‘তুমি যদি আমাকে একবার আঘাত করো, তাহলে তুমি না মরা পর্যন্ত আমি আঘাত করে যাবো!!! আমার সঙ্গে ঝামেলা করবেন না, দূরে থাকুন!!!!’

নেট দুনিয়ায় ঝড় তুললো উল্লুর খোলামেলা দৃশ্যে ভরপুর নতুন এই ওয়েব সিরিজ

এর আগেও একাধিক বার রণবীর ও আলিয়াকে নাম না করে আক্রমণ করতে দেখা গেছে কঙ্গনাকে। রামায়ণে রণবীরের অভিনয়ের কথা শুনে আরও একবার সেই কাজই করলেন কঙ্গনা। যদিও রণবীর এখনো কঙ্গনার আক্রমণের জবাব দেননি।