বিনোদন ডেস্ক : গত বছরটা বলিউডের জন্য মোটেই ভালো যায়নি। তবে রণবীর কাপুরের জন্য বিষয়টা একটু আলাদা ছিল। তার ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’ বক্স অফিসে হিট করে। ব্যক্তিগত জীবনে বিয়ে করেন বহুদিনের প্রেমিকা আলিয়া ভাটকে। মেয়ে রাহার জন্মও হয় ২০২২ সালে।
বর্তমানে তার নতুন ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’র সাফল্য নিয়ে মেতে আছেন রণবীর। তারই ফাঁকে অভিনেতা তার চাচাতো বোন অভিনেত্রী কারিনা কাপুরের টক শোতে আসতে চলেছেন। ‘হোয়াট ওম্যান ওয়ান্ট সিজন ৪’-এর আগামী পর্বে তাকে দেখা যাবে।
সেখানেই স্ত্রী আলিয়া, মেয়ে রাহাকে নিয়ে তো বটেই আরও নানা বিষয়ে মতামত জানান রণবীর। সেই মতামত জানাতে গিয়েই অভিনেতা জানান, তিনি বলিউডের তিন খান যথা- শাহরুখ, সালমান ও আমির খানকে হিংসা করেন। জানান হিংসার কারণও।
কারিনার এই শোতে তিনি তার চাচাতো ভাই রণবীরকে জিজ্ঞেস করেন, অনেকেই ভাবে মহিলারা বুঝি লম্বা অভিনেতার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। বা মহিলাদের তার সহ-অভিনেতার থেকে লম্বা হওয়া উচিত নয়। এই প্রসঙ্গে তিনি রণবীরের মতামত জানতে চান।
এই বিষয়ে অভিনেতা বলেন, ‘বলিউডের তিন খান (শাহরুখ, সালমান, আমির) তেমন লম্বা নন। কিন্তু তারা তো সমস্ত অভিনেত্রীদের সঙ্গেই কাজ করেছেন। সে কারণে তাদের প্রতি আমার হিংসা হয়। কারণ, উচ্চতা তাদের সাফল্যকে ঠেকাতে পারেনি। তারা তিনজনই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন।’
তবে কেবল কাজের প্রসঙ্গ নয়, ব্যক্তিগত কথাও কারিনা জানতে চান তার থেকে দুই বছরের ছোট ভাই রণবীরের কাছ থেকে। জিজ্ঞেস করেন, রণবীর তার মেয়ে রাহার ডায়াপার বদলান কি না। উত্তরে রণবীর বলেন, তিনি কেবল রাহার সঙ্গে মজা করতেই বেশি ভালোবাসেন।
ফলে সবটা মিলিয়েই এই পর্বে যে ভাই-বোনের একটা মজাদার, খুনসুটিতে ভরপুর আড্ডা দেখা যাবে, সেটা টিজার ভিডিও থেকে বেশ ভালোই বোঝা যাচ্ছে। খুব শিগগিরই কারিনা-রণবীরের আড্ডার এই পর্বটি টেলিভিশনে প্রচার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।