বিনোদন ডেস্ক : ‘ব্রহ্মাস্ত্র’ যে বক্স অফিসে সফল হয়েছে সে বিষয়ে কারও দ্বিমত নেই। নায়ক রণবীর কাপুর এবং আলিয়া ভাট এই ছবির পারিশ্রমিক নেননি বলেই নাকি সম্ভব হয়েছে। সেই ইঙ্গিতই দিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’-র বাজেট আসলে ৬৫০ কোটি টাকা, ৪০০ কোটি নয়। ভিএফএক্সে- এর পেছনে এত বেশি পরিমাণে খরচ হয়েছে যে, এরপর যদি ছবির নায়ক নায়িকা তাদের উপযুক্ত পারিশ্রমিক নিতেন ছবিটি সেক্ষেত্রে বানানো সম্ভব হতোনা।
প্যান্টের পিছনের পকেটে ব্যাগ বা মোবাইল রাখলে যা ঘটবে
ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে দিলেন কিছু কথা। প্রথমে প্রশ্নটি রণবীরকে করলেও পরিচালক অয়ন নিজেই প্রশ্নটি লুফে নিয়ে বলেন, ‘ অনেক ব্যক্তিগত ত্যাগের কারণে ছবিটি তৈরি করা সম্ভব হয়েছে। এটা সত্যিই যে একজন তারকা বা অভিনেতা হিসেবে রণবীর যে অঙ্কের পারিশ্রমিক নেন,’ ব্রহ্মাস্ত্র’ তৈরির জন্য সে তুলনায় কিছুই নেননি। না হলে ছবিটা হয়তো করাই যেতোনা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।