রণবীর ও আলিয়ার বিয়েতে কতজন অতিথি

রণবীর ও আলিয়ার বিয়ে

বিনোদন ডেস্ক : আগামী সপ্তাহে বিয়েরপিঁড়িতে বসছেন বলিউড আলোচিত জুটি রণবীর-আলিয়া। রাজসিক এ বিয়ের অনেক কিছুই গোপন রাখা হচ্ছে।

রণবীর ও আলিয়ার বিয়ে

তবে এবার আলিয়ার ভাই রাহুল ভাট এই জুটির বিয়ে নিয়ে কিছু তথ্যফাঁস করেছেন। খবর জি নিউজের।

প্রথম থেকেই শোনা যাচ্ছিল রণবীর ও আলিয়ার বিয়েতে শুধু ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুরাই নিমন্ত্রিত থাকবেন। রাহুল ভাট জানালেন, বিয়েতে নিমন্ত্রিত থাকবেন মাত্র ২৮ জন। এদের মধ্যে অধিকাংশই পরিবারের সদস্য।

রাহুল জানান, মুম্বাইয়ের চেম্বুরে আরকে হাউসে আলিয়া ও রণবীরের বিয়ের আসর বসবে। একটি বড় বাসে করে তারা সবাই আরকে হাউসে পৌঁছবেন। বাসে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

৫৫ বার ফেল করেও বৃদ্ধ বয়সে মাধ্যমিক পাস করলেন

প্রথমে জানা গিয়েছিল, উদয়পুরে বসবে রণবীর ও আলিয়ার বিয়ের আসর। কিন্তু পরে জানা যায়, মুম্বাইয়ের আরকে হাউসেই বসছে এই গ্র্যান্ড ওয়েডিং। দুই পরিবারের সম্মতিতেই আরকে হাউসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হবু দম্পতি।