বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের বাস্তু আবাসনে ধুমধাম করে বি য়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে পাঞ্জাবি রীতিতে বিয়ের পর্ব সেরেছেন তারা।
তবে এদিন বাঙালি রীতিতেও বলিউডের এই তারকা জুটির বিয়ে হয়েছে। যদিও কলকাতায় অনুষ্ঠিত এই বিয়ের বিষয়টি হয়তো কাপুর ও ভাট পরিবারের কেউ-ই জানেন না। কারণ বাঙালি প্রথায় রণবীর-আলিয়ার এই বিয়ের আয়োজন করেন তাদের একদল ভক্ত।
বলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম রণবীর-আলিয়া। তাদের ভক্তদের সংখ্যাও নেহায়েত কম নয়। প্রিয় তারকার বিশেষ দিনটি নিজেদের মতো করে স্মরণীয় করতে চেয়েছিলেন একদল ভক্ত। তাই প্লাস্টিকের ডামিকে রণবীর-আলিয়া সাজিয়ে বিয়ে দেন তারা। বাঙালি বিয়ের সব রকম আয়োজনই করা হয়। ছেলে-বুড়ো থেকে সব বয়সের মানুষই এই প্রতীকী বিয়েতে উপস্থিত ছিলেন।
প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর ও আলিয়া। অনেকদিন থেকেই তাদের বিয়ের গুঞ্জন উড়ছিল। কিন্তু করোনা মহামারি ও রণবীরের বাবা ঋষি কাপুরের মৃত্যুর কারণে বিয়ে হয়নি বলে জানা যায়। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন এই জুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।