বিনোদন ডেস্ক : চলছে রণবীর-আলিয়ার বিয়ের শেষ মুহূর্তের আয়োজন। বিয়ের স্থান থেকে পোশাক সবই চূড়ান্ত। খাবারেও থাকছে এলাহি আয়োজন। জানা গেছে এই বিয়ের বাবুর্চিরা আসছেন লখনউ ও দিল্লি থেকে।
লখনউ থেকে আসা বাবুর্চিরা কাবাব এবং বিরিয়ানি রান্নার দায়িত্বে থাকবেন। এছাড়াও বিয়ের মেন্যুতে থাকছে পাঞ্জাবি খাবার। দিল্লির বাবুর্চিদের তৈরি নানা রকম চাট পরিবেশন করা হবে চাট কাউন্টার থেকে।
তবে শুধু ভারতীয় খাবার নয়, একাধিক বিদেশি পদ থাকবে মেন্যুতে। ইতালীয়, মেক্সিকান, পাঞ্জাবি, আফগানি পদের ৫০টির বেশি খাবার থাকছে বিয়েতে। এছাড়াও আলিয়া যেহেতু নিরামিষাশী, তাই ২৫ রকম নিরামিষের আয়োজন থাকছে পৃথক ২৫টি কাউন্টারে।
রণবীর-আলিয়ার বাড়ির অন্দরসজ্জার কাজ শুরু হয়ে গিয়েছে। চোখ ধাঁধানো আলোকসজ্জা আর ফুলে ভরে যাবে দুজনের বাড়ি।
বিয়েতে সব্যসাচীর পোশাকে সাজবেন কনে আলিয়া। অন্যদিকে মণীশ মালহোত্রার পোশাক পরবেন রণবীর। এই বিয়েকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।