রণবীর ও আলিয়ার বিয়েতে থাকবে ৫০টিরও বেশি খাবারের কাউন্টার

রণবীর ও আলিয়া

বিনোদন ডেস্ক : এই সময়ের বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমিক জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি তাদের বিয়ের নানা খবর ভেসে বেড়াচ্ছে বলিউডের অলিগলিতে।

রণবীর ও আলিয়া

চলতি মাসের ১৪ এপ্রিলেই বিয়ে করতে চলেছেন এই বলিউড জুটি। আলিয়ার কাকা রবিন ভাট এবং ভাই রাহুল ভাট ইতিমধ্যে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিয়ে কোথায় হচ্ছে থেকে বিয়ের দিন তারা কী পরবেন, সবকিছু নিয়ে প্রবল জল্পনাকল্পনা। এবার চর্চায় উঠে এসেছে তাদের বিয়ের মেনু।

জানা যায়, রণবীর ও আলিয়ার বিয়ের মেনুতে দেশি-বিদেশি হরেক রকমের খাবারের আয়োজন থাকছে। বিয়ের মেনুতে কোনও রকম কমতি রাখতে নারাজ কাপুর পরিবার। তাই থাকবে ৫০টিরও বেশি ‘খাবারের কাউন্টার’। শুধু দিল্লি চাটের জন্য একটি বড়সড় কাউন্টার রাখা হবে।

শোনা যাচ্ছে, ছেলের বিয়ের জন্য দিল্লি, লখনউ থেকে নামকরা রন্ধনশিল্পীদের আমন্ত্রণ জানিয়েছেন নীতু কাপুর। তাদের ওপরেই থাকবে বিরিয়ানী থেকে শুরু করে কবাব বানানোর দায়িত্ব। এছাড়াও ইতালিয়, মেক্সিকান, পাঞ্জাবি, আফগানিসহ দেশি-বিদেশি নানা রকমের খাবার রাখা হয়েছে মেনুতে। এদিকে কাপুর পরিবারের হবু বউ আলিয়া ভাট ‘ভেগান’। তাই ভেগানদের কথা মাথায় রেখে থাকছে আলাদা ব্যবস্থা। তাদের জন্য নিরামিষ জাতীয় খাবারের জন্য থাকবে ২৫টি বিশেষ কাউন্টার।

রেখার সামনে জয়া বচ্চনকে চুুমু খেয়েছিলেন অমিতাভ

নিজেদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয় নিয়েই বিয়েটা সারতে চলেছেন রণবীর-আলিয়া জুটি। গুঞ্জন রয়েছে, এর বাইরে নিমন্ত্রণ জানিয়েছেন শাহরুখ খান, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি ও জোয়া আখতারের মতো তারকাদের। এছাড়া রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন ও তার স্বামী রণবীর সিংও নাকি রয়েছেন অতিথির তালিকায়।