বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট । বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতির নানা খবর। চলতি মাসের মাঝামাঝি সময়েই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। সম্প্রতি নেট দুনিয়ায় রণবীর-আলিয়ার বয়সের পার্থক্য নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। এমনকি দুই তারকার বয়সের পার্থক্য নিয়ে তাঁদের রীতিমতো ট্রোলের মুখেও পড়তে হচ্ছে। রণবীর কপূরের থেকে কত বছরের ছোট আলিয়া ভট্ট?
রণবীর আলিয়ার বয়সের পার্থক্য-
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে জানা যায়, এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানিয়েছিলেন যে, তাঁর ছোটবেলার ভালোলাগা ছিলেন। জানা যায়, ‘ব্ল্যাক’ ছবি তৈরির সময় পরিচালক সঞ্জয়লীলা বনশালীর সহকারী ছিলেন রণবীর কপূর। আর সেই ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিতে আসেন আলিয়া। সেখানেই ‘সাওয়ারিয়া’ তারকাকে দেখে তাঁর প্রেমে পড়ে যান অভিনেত্রী। বাকি তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয় অনেক পরে। ‘ব্ল্যাক’ ছবি তৈরির সময় আলিয়া ভট্টের বয়স ছিল ১১ বছর। আর এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই দুই তারকার মধ্যে বয়সের পার্থক্য নিয়ে নানা ট্রোল হচ্ছে।
রণবীর কপূরের জন্ম ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর। ঋষি কপূর ও নীতু কপূরের সন্তান বলিউডে পা রাখেন ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে। ছবিটি বক্স অফিসে না চললেও দর্শকের মন জিতে নেন রণবীর কপূর। বাকি তাঁর জনপ্রিয়তা এবং হিট ছবির কথা অনুরাগীদের অজানা নয়। অন্যদিকে, আলিয়া ভট্টের জন্ম ১৯৯৩ সালের ১৫ মার্চ।
মহেশ ভট্ট ও সোনি রাজদানের কন্যা আলিয়াকে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল ‘সংঘর্ষ’ ছবিতে। পরবর্তীকালে নায়িকা হিসেবে তাঁর বলিউডে ডেবিউ হয় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে। দুই তারকার মধ্যে ১১ বছরের পার্থক্য। তবে, রণবীর কপূর এবং আলিয়া ভট্টই প্রথম জুটি নন, যাঁদের মধ্যে বয়সের পার্থক্য এতটা। বলিউডে আরও অনেক তারকা দম্পতি রয়েছেন এমন বয়স পার্থক্যের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।