বিনোদন ডেস্ক : বিয়ের বছর ঘোরার আগেই গত নভেম্বরে তাঁদের কোল আলো করে এসেছে কন্যাসন্তান। রণবীর কাপূর-আলিয়া ভট্ট চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকীও পালন করেছেন।
নভেম্বরে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়দের নিয়ে মেয়ে রাহা কাপূরের এক বছরের জন্মদিন পালন করেন তাঁরা। এরমধ্যেই দ্বিতীয় সন্তান নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন ‘রণলিয়া’ জুটি। জল্পনা উস্কে দিলেন রাহার পিসি কারিনা কাপূর খান।
সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর শোয়ে আসেন ননদ-বৌদি জুটি কারিনা ও আলিয়া। কর্ণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’-এর নিয়মিত অতিথি কারিনা। অষ্টম সিজনও তার ব্যতিক্রম নয়। চলতি সিজনে আলিয়া ভট্টের সঙ্গে কফির আড্ডায় দেখা যেতে চলেছে কারিনাকে। সেখানে এসেই রণবীর-আলিয়াকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন অভিনেত্রী। কর্ণের শোতে এসে বরাবরই খোলামেলা আড্ডা দিয়েছেন বেবো।
এবারও তার অন্যথা হয়নি। মেয়ে রাহার প্রসঙ্গ উঠতে আলিয়া বলেন, ‘‘আমাদের দু’জনের মধ্যে মেয়েকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। কে বেশি ক্ষণ ওঁর সঙ্গে কাটাবো সেই নিয়ে ঝামেলা।’’
যে-ই না আলিয়া বলেছেন, সঙ্গে সঙ্গে ফোড়ন কেটে কারিনা বলেন, ‘‘এক কাজ করো, দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও। তা হলে দু’জনে দুটো সন্তান থাকবে।’’ ননদের কথা একেবারে ফেলে দিয়েছেন এমনটা নয়, বরং খানিক লাজুক হাসেন আলিয়া। তলে তলে তাঁরা এমনই পরিকল্পনা করছেন, তাঁর মুখের হাসি কি তা-ই বলছে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।