রণবীর থেকে ইমরান ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এ মজেছেন যারা

ওয়ান নাইট স্ট্যান্ড

বিনোদন ডেস্ক : রূপালী পর্দার হাতছানি যে এড়িয়ে যাওয়া ভীষণ মুশকিল, তা ছোটো থেকে বড়ো প্রত্যেক মানুষই কম বেশি নিজের জীবনে অনুভব করেছেন। গ্ল্যামার দুনিয়ায় বসবাসকারী এই মানুষগুলোর ব্যক্তিগত তথ্য জানতে অনেকেই মুখিয়ে থাকেন‌‌। এমতাবস্থায় বলিউডের এমন কয়েকজন শিল্পীর কথা বলবো যারা ওয়ান নাইট স্ট্যান্ড বিষয়টিকে জনসমক্ষে মান্যতা দিয়েছেন।

ওয়ান নাইট স্ট্যান্ড

১) রণবীর সিং : এক দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রণবীর সিং। বাস্তব জীবনে এই অভিনেতা স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত। বিখ্যাত পরিচালক করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ তিনি স্বীকার করেছেন যে তিনি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ বিষয়টিকে সম্পূর্ণ রূপে সমর্থন করেন।

২) ইমরান হাশমি : রণবীর সিংয়ের মতো, জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমিও করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ ওয়ান নাইট স্ট্যান্ড’ এর সমর্থনের কথা বলেছিলেন। তিনি বিয়ের আগের দিনগুলি স্মরণ করে বলেছিলেন, ‘এখন বিয়ের আগের ব্যাচলর দিন গুলির কথা মনে পড়ে। সেই সময় ওয়ান নাইট স্ট্যান্ড বিষয়টি প্রয়োগযোগ্য ছিলো জীবনে।

৩) সুয়শ রয় : সুয়শ রয় টেলিভিশনের এক জনপ্রিয় মুখ। সুন্দরী টিভি অভিনেত্রী কিশওয়ার মার্চেন্টকে বিয়ে করেছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে সুয়শ স্বীকার করেছিলেন যে, বিয়ের আগে মোটা টাকার বিনিময়ে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এর জন্য রাজি হতেন তিনি।

৪) সানি লিওন : ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন সানি। বলিউডে আসার আগে বহু অ্যাডাল্ট ছবিতে অভিনয় করেছেন এই সুন্দরী। এক সাক্ষাৎকারে তিনি নিজে মুখেই স্বীকার করেছিলেন যে স্বামী ছাড়াও অন্যের সাথে রাত কাটিয়েছেন তিনি।

৫) শার্লিন চোপড়া : শার্লিন বরাবরই নিজের সাহসী এবং বোল্ড অবতারের জন্য সংবাদের শিরোনামে থাকেন। প্রায়শই তার বিকিনি পরিহিত ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একবার নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষের কথা বলতে গিয়ে শার্লিন জানিয়েছিলেন সেই মুহূর্তে ঐ ব্যক্তি কমিটমেন্ট চেয়েছিলো কিন্তু শার্লিন সেই সময় নিজের কেরিয়ারে ফোকাস করতে চেয়েছিলেন। তাই শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়লেও পরিনতি পায়নি সেই সম্পর্ক।

সহজে ঝটপট তৈরি করুন জাম ভর্তা

৬) কৃষ্ণা অভিষেক : অন্যতম জনপ্রিয় কমেডিয়ান কৃষ্ণা অভিষেক ২০১৩ সালে অভিনেত্রী কাশ্মীরা শাহের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। প্রসঙ্গত, কৃষ্ণা এবং কাশ্মীরার প্রথম সাক্ষাৎ হয় ২০০৭ সালে এবং কৃষ্ণার মুখ থেকেই জানা যায় তারা মানসিক দিক দিয়ে জড়িয়ে পড়ার আগেই শারিরীক সম্পর্কে লিপ্ত হয়েছিলো। এরপর দীর্ঘ ৬ বছর প্রেমপর্বের পর দুজন দুজনকে বিয়ে করেন।