রংধনু রঙের বিকিনিতে ভক্তদের ঘুম কাড়লেন সারা

সারা

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে সারা আলি খান রয়েছেন আবু ধাবিতে। সেখানে অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের আইফা অ্যাওয়ার্ডস। সেখান থেকে সারা কয়েকটি ছবি শেয়ার করেছেন। ইতিমধ্যেই একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সারা

ছবিতে দেখা যাচ্ছে, রামধনু রঙের হল্টারনেক বিকিনি পরে সুইমিং পুলের নীল জলে নেমেছেন সারা। তাঁর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে আকাশ। রোদের ছায়া পড়েছে নীল জলে। ইস্তানবুলের বসফরাস অঞ্চলের একটি হোটেলের সুইমিং পুলে তোলা হয়েছে সারার এই ছবি। সারার অনুরাগীদের একাংশ তাঁর ছবির প্রশংসা করেছেন। বলিউড ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ সারার ছবির কমেন্ট বক্সে দিয়েছেন অনেকগুলি আগুনের ইমোজি।

আটা বা ময়দার ছোট ছোট পোকা দূর করার উপায়

তবে শুধুমাত্র সুইমিং পুলে ছবি তোলাই নয়, সারা কিন্তু রীতিমত তুরস্কের মাটিতে ঘুরে বেড়াচ্ছেন। এদিন তিনি গিয়েছিলেন দোলমাবাস প্রাসাদে। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সারা শেয়ার করেছেন প্রাসাদের ছবিও। এমনকি সেখানে নিছের একটি সেলফিও শেয়ার করেছেন তিনি। সেই ছবিতে তাঁর পরনে রয়েছে গোলাপি রঙের ক্রপ টপ ও পালাজো। রোদ থেকে বাঁচতে মাথায় রয়েছে হ্যাট ও চোখে সানগ্লাস। এর সাথে মানানসই করে স্লিং ব্যাগ নিয়েছেন সারা।