রণজয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহিনী

সোহিনী সরকার

টেলি অভিনেতা রণজয় বিষ্ণুর সাথে দীর্ঘদিনের সম্পর্কের কি অবশেষে ইতি টানলেন অভিনেত্রী সোহিনী সরকার? টেলিপাড়ার সর্বত্রই তাঁদের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রীর বিরহ এবং অভিমান মিশ্রিত পোস্ট সেই জল্পনায় রীতিমতো ইন্ধন যোগাল। বাংলা বিনোদনের জগতে সোহিনী সরকার এক উজ্জ্বল নাম। ভেঙে গেল দীর্ঘদিনের সম্পর্ক, রণজয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সোহিনী

সোহিনী সরকার

বাংলা সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও তিনি তাঁর অভিনয় দক্ষতার পরিচয় রেখেছেন। অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ’ সিরিজের সব কটি সিনেমাতে সুদর্শন নায়ক আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীয়ের ভূমিকায় তাঁর মার্জিত অভিনয়, সাথে ‘রক্তবিলাপ’, ’মন্দার’ ,’শ্রীকান্ত’ প্রভৃতি সাম্প্রতিক ওয়েব সিরিজগুলোতে তাঁর মনোগ্রাহী অভিনয় দর্শকদের বেশ মুগ্ধ করেছে। ২০১৩ সালে তাঁর প্রথম অভিনীত সিনেমা ছিল ‘রূপকথা নয়’। এর পরে ২০১৮ সালে মৈনাক ভৌমিক পরিচালিত ‘বিবাহ ডাইরিস’ সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় দক্ষতার কারণে প্রিয় অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন সোহিনী।

ভেঙে গেল দীর্ঘদিনের সম্পর্ক, রণজয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সোহিনী এছাড়া ‘ভিঞ্চি দ্য’, ‘দূর্গা সহায়’ প্রভৃতি সিনেমাতে তিনি অভিনয় করেছেন। অন্যদিকে ষ্টার জলসার জনপ্রিয় টিভি সিরিয়াল গুড্ডিতে অভিনয় করে দর্শকদের চোখে পড়েন রণজয়।

এর পরে ২০২০ সালে ‘বিধান’ এবং ২০২১ সালে ‘ম্যায় মুলায়ম সিং যাদব’ সিনেমায় অভিনয় করেছেন রণজয়। সিনেমা ছাড়াও ‘ব্রেকআপ স্টোরি’, জাজমেন্ট ডে প্রভৃতি ওয়েব সিরিজেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ভেঙে গেল দীর্ঘদিনের সম্পর্ক, রণজয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সোহিনী

সোহিনী এবং রণজয়ের প্রেম প্রকাশ্যে আসতেই তাঁদের অনুরাগীদের মধ্যে বেশ শোরগোল পরে গিয়েছিল। একসাথে ঘুরতে যাওয়া, সময় কাটানোর ছবি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন এই যুগল। চলতি বছরের মার্চ মাসে প্রেমিক রণজয়ের জন্মদিন সাড়ম্বরে পালনও করেছিলেন সোহিনী।

শরীরের কোথায় তিল থাকলে কী হয়

সবই ঠিকঠাক ছন্দে চলছিল। কিন্তু কী কারণে এই ছন্দপতন তা এখনো অজানা। এব্যাপারে রণজয়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সোশ্যাল মিডিয়াতে সোহিনীর পোস্টগুলি দেখে দর্শক এই গুঞ্জনের সত্যতা নিয়ে আর কোনো সন্দেহ রাখছে না।