আন্তর্জাতিক ডেস্ক: মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে লেগে আছে মুসল্লিদের প্রচণ্ড ভিড়। মুসল্লিদের ধারণক্ষমতা বাড়াতে এবার খুলে দেওয়া হয়েছে মসজিদের ছাদ। পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের বিশেষ নির্দেশনায় এসব ব্যবস্থা নেওয়া হয়।
ইতিমধ্যে গ্র্যান্ড মসজিদের ছাদে এক অংশে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়।
মাতাফের দিকের বেলকনিতে ব্যবস্থা রয়েছে ওমরাহযাত্রীদের। এ ছাড়াও পেছন দিকে মুসল্লিদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। রমজান মাসে আগত মুসল্লিদের শৃঙ্খলার জন্য ওই সব স্থানে আছেন নিরাপত্তাকর্মীরা। এসব স্থানে চলাচলের জন্য এসকেলেটর, এলিভেটর ও সাউন্ড সিস্টেমসহ সব ধরনের সেবা নিশ্চিত করা হয়।
পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের প্রবেশের জন্য ৪৮টি ফটকের ব্যবস্থা করা হয়। এর মধ্যে তৃতীয় সৌদি সম্প্রসারণের ১৭টি গেট এবং বাদশাহ ফাহাদ সম্প্রসারণের ২৩টি গেট এবং সায়ির স্থানে সাতটি গেট রয়েছে।
সূত্র : আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।