রুশ জুয়ারিদের বোকা বানাতে ভারতে নকল আইপিএলের আসর

ফেক আইপিএল

স্পোর্টস ডেস্ক : দৈনিক ৪০০ রুপি পারিশ্রমিকের বিনিময়ে ২১ জন খামার শ্রমিকদের নিয়ে ভারতের গুজরাটে ওই টুর্নামেন্ট আয়োজন করা হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঙ্কাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরিচিতি বিশ্বব্যাপী।

ফেক আইপিএল

আইপিএলের প্রতিটি আসরকে ঘিরেই বিশ্বজুড়ে বাজি ধরে থাকেন জুয়াড়িরা। রাশিয়ার জুয়ারিরাও বাজি ধরেছিলেন আইপিএল নিয়ে। কিন্তু পরে জানা গেল, যে আইপিএলে বাজি ধরে তারা টাকা উড়াচ্ছেন, সেটি নিতান্তই ভুয়া।

গত ২৯ মে আইপিএলের সর্বশেষ আসরের পর্দা নামার পর ওই আসরের আদলে ভারতের গুজরাটে আরেকটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। মাত্র ২১ জন খামার শ্রমিককে ক্রিকেটার সাজিয়ে এ টুর্নামেন্ট শুরু করা হয়। মূলত রুশ জুয়ারিদের বোকা বানাতেই এ আসরের আয়োজন করা হয়।

বিবিসি, রয়টার্সসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দৈনিক ৪০০ রুপি পারিশ্রমিকের বিনিময়ে পর্যায়ক্রমে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটানসের জার্সি পরিহিত খামার শ্রমিকরা এ টুর্নামেন্টে ক্রিকেটারের ভুমিকায় কাজ করে থাকেন। এমনকি খেলা পরিচালনার জন্য ভুয়া আম্পায়ার এবং বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের কণ্ঠ হুবহু নকল করতে সক্ষম ব্যক্তিকে ভাড়া করা হয়।

ইউটিউবে স্ট্রিমিং হওয়া খেলাগুলোয় উচ্চমাত্রার ক্যামেরা স্থাপন করে লাইভ স্ট্রিমিং স্ক্রিনে স্কোর প্রদর্শনের জন্য কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্স ব্যবহার করা হয়। মাঠে দর্শকদের উপস্থিতি বুঝানোর জন্য ইন্টারনেট থেকে ক্রাউড নয়েজ সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে ব্যবহার করা হয়। তবে হ্যালোজেন বাতি দিয়ে আয়োজিত হওয়ায় ক্যামেরাম্যানরা পুরো মাঠের চিত্র না দেখিয়ে শুধুমাত্র খেলোয়াড় ও ২২ গজের পিচের দৃশ্যই ক্যামেরার সামনে আনতেন।